সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:২৯:১৮

আদালতের ভুলে ফাঁসি

আদালতের ভুলে ফাঁসি

আন্তর্জাতিক ডেস্ক : আদালতের ভুলে ২০ বছর আগে এক কিশোরকে ফাঁসিতে ঝোলানোর দায়ে চীনে ২৭ জন সরকারি কর্মকর্তাকে শাস্তি দেয়া হয়েছে।  খবর : এএফপি

১৯৯৬ সালে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়ার একটি টেক্সটাইল কারখানার টয়লেটে এক নারীকে অনৈতিক কাজের পর খুন করা হয়।  এ ঘটনায় ১৮ বছর বয়সী হুগজিলতকে দোষী সাব্যস্ত করে ফাঁসি দেন আদালত।

কিন্তু ২০০৫ সালে এ ঘটনার দায়ে আটক এক ব্যক্তি ওই ঘটনার দায় স্বীকার করলে তাকেও মৃত্যুদণ্ড দেয়া হয়।

২০১৪ সালে পুনর্বিচারে হুগজিল্টেকে নির্দোষ ঘোষণা করেন আদালত।  এ ঘটনায় ছেলে হারানো হুগজিল্টের বাবা-মায়ের প্রতি আদালত সমবেদনা প্রকাশ করে তাদের ৩০ হাজার ইউয়ান অথবা ৪ হাজার ৮৫০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দেন।

প্রসঙ্গত, চীনের কোনো মামলার অভিযোগ থেকে খালাস পাওয়ার ঘটনা খুবই কম।  এ ঘটনায় রায় উল্টে দিয়েছে আদালত।

২৬ জন সরকারি কর্মকর্তাকে তিরস্কার ও তাদের রেকর্ড বইয়ে নেতিবাচক এ ঘটনার উল্লেখ থাকাসহ প্রশাসনিক শাস্তি দেয়া হয়েছে বলেও সিনহুয়া সরকার এক বিবৃতি দিয়েছে।
১ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে