শুক্রবার, ২৩ জুন, ২০১৭, ১২:৫২:৪৬

গণমাধ্যমের প্রতি ক্ষুব্ধ হয়ে যা বললেন হ্যাপি

গণমাধ্যমের প্রতি ক্ষুব্ধ হয়ে যা বললেন হ্যাপি

নাজনীন আক্তার হ্যাপি (আমাতুল্লাহ) : AFP(International news Agency), New Nation (International News Agency), BBC Bangla, প্রথম আলো সহ অনেক বড় বড় পত্রিকায় গতকাল "হ্যাপী থেকে আমাতুল্লাহ" বইটিকে কেন্দ্র করে আমাকে নিয়ে নিউজ করেছে।

Disadvantage এর Advantage হচ্ছে, বইটির খবর আন্তর্জাতিকভাবে ছড়াচ্ছে ,বেশি মানুষ জানতে পারছে আমার ইসলামে উঠে আসার গল্প নিয়ে সাক্ষাতকারভিত্তিক বইটির মাধ্যমে। এবং Disadvantage বললাম এই কারণে যে তারা আমার পূর্বের ছবি প্রকাশ করেছে। এটা নিঃসন্দেহে আমার জন্য বিরক্তিকর। ছবি ছাড়া কি নিউজ করা যায় না? এতই যখন দরকার তাহলে আমার বোরখা পরা ছবি ব্যবহার করলেই হতো! আল্লাহর সন্তুষ্টির জন্য তো করতে পারতেন!

এক্ষেত্রে বাংলাদেশ প্রতিদিনকে আমার অসংখ্য ধন্যবাদ। কারণ তারা কিছুদিন আগে আমার একটা নিউজ প্রকাশ করেছিল বই কেন্দ্র করে যেখানে আমার ছবি ব্যবহার না করে। ধন্যবাদ সেই সাংবাদিক সামসুল হক রাসেল ভাইকে। আল্লাহ আপনাকে এর উত্তম বদলা দিন।এবং সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। - সাবেক অভিনেত্রীর ফেসবুক থেকে
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে