বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ০৮:২৫:২৫

'সবাই রাস্তায় নামুন, তাহসান-মিথিলার বিচ্ছেদ ঠেকাতে হবে’

 'সবাই রাস্তায় নামুন, তাহসান-মিথিলার বিচ্ছেদ ঠেকাতে হবে’

বিনোদন ডেস্ক: বিয়ে আর বিচ্ছেদ, কয়েক দিন পর পরই এমন সংবাদ আসছে জনপ্রিয় তারকাদের নিয়ে। এই তালিকায় যোগ হচ্ছে আরেক নাম। সুখী জুটি হিসেবে পরিচয় পাওয়া তাহসান-মিথিলার সংসারেও ভাঙন ধরেছে।

তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে যার নাম আইরা তাহরিম খান। সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান-মিথিলা দারুণ উদাহরণ। তারকা এই দম্পত্তি জুটিকে আইডল হিসেবেও মানতেন তরুণ প্রজন্ম। তবে সেই খবরের এবার সমাপ্তি ঘটলো। আর টিকলো না এই সংসার!

এর আগে বেশ কিছুদিন ধরেই জনপ্রিয় তারকা জুটি তাহসান-মিথিলা জুটির বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তারা বেশ কিছুদিন ধরে একসঙ্গে থাকছেন না, আলাদা হয়ে যাচ্ছেন শিগগিরই-এমন খবর শোনা যাচ্ছিল। এসব গুঞ্জন ও খবর নিয়ে তাহসান-মিথিলার অগনিত ভক্ত-শুভানুধ্যায়ীদের বেশিদিন ধোঁয়াশায় থাকতে হলো না। অবশেষে দুজনই বিচ্ছেদের খবর স্বীকার করে নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাহসান আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তাই এই তথ্যে যে মিথিলারও মত আছে সেটি প্রমাণে পোস্টের নিচে দুজনের নাম লিখে দিয়েছেন সংগীত শিল্পী থেকে নায়ক হয়ে উঠা তাহসান।

আনুষ্ঠানিকভাবে তাহসান তাদের ডিভোর্সের বিষয়টি স্বীকার করার পর থেকেই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু হয় আলোচনা আর সমালোচনার ঝড়। কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে কথা বলছেন এই ইস্যুটি নিয়ে। ফেসবুকে এখন চরম উত্তেজনা চলছে বিষয়টি নিয়ে। চলছে তর্ক-বিতর্ক। হাজার হাজার স্ট্যাটাসে ভেসে যাচ্ছে এই তারকা জুটির বিচ্ছেদের খবর। স্ট্যাটাসে দেখা গেছে বেশীরভাগই এই দম্পত্তির বিচ্ছেদ মানতে পারছেন না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিন্নত আলী নামে একজন লিখেছেন, তাহসান-মিথিলা দু-জনই আমার অালাদা ভাবে পছন্দের মানুষ। ৪-৫ মাস ধরেই গুন্জন ছিলো ওরা আলাদা হয়ে গেছেন এবং সেটা আজ প্রকাশ করলেন উনারাই। এ আর এমন কী, মিডিয়া জগতে এ যেন ধারাবাহিকতার ই অংশ। তবে কষ্ট ওদের সন্তান গুলোর জন্য, কোন পরিচয়ে তাঁরা সমাজে বেড়ে উঠবে….!!

তাহসান-মিথিলা আলাদা ভাবে আবার জীবন শুরু করবেন অার তাঁদের ছোট্ট মেয়ে আয়রা হয়তো নানীর কাছে বড় হয়ে উঠবেন। ভবিষ্যতে মেয়েটি কী বলবেন নিজের পরিচয় দেয়ার সময়? বলবেন কি, আমি সাবেক দম্পতি তাহসান-মিথিলার অভাগী কন্যাটি!

মিডিয়ার সাথে মানুষ গুলোর এতোই যখন ভাঙ্গা-গড়ার খেলা পছন্দ তাহলে কেন আপনারা সন্তান নিয়ে ওদের ভবিষ্যত অন্ধকার করে দেন? আহহহহহহ, সমাজ!!

তারকা দম্পতির বিচ্ছেদের কথা শুনে কষ্ট পেয়ে জয়নুল আবেদিন নামের এক ভক্ত লিখেছেন, তোমরা যদি এই করো তাহলে আর কেউ ভালোবাসবে না। আর কেউ ভালোবেসে ঘর বাধবে না। আর কেউ বিশ্বাস রাখতে পারবে না ভালোবাসায়।

হাসানুল ইসলাম লিখেছেন, বিবাহ হচ্ছে এদের কাছে একটা আর্ট। এদের পরে আবার বিয়ে হবে, ওদেরই কলাকুশলীদের সঙ্গে। এটাও একটা হাইলাইট। শিল্পী বলে কথা।

মডেল ইলোরা জামান তার ফেসবুকে লিখেছেন, তাহসান-মিথিলার বিচ্ছেদ হয়ে গিয়েছে! ওএমজি! এখন আমাদের কি হবে? আমরা বাঁচবো কি করে? নাহ। আর থাকতে পারলাম না। এতবড় ঘটনার পর আর চুপ করে বসে থাকা যায়না। সব পত্রিকায় এসেছে। ফেইসবুকের নিউজফীড সয়লাব এই স্ট্যাটাস দিয়ে।

সবাই রাস্তায় নামুন, যার যা আছে তা নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। এ বিচ্ছেদ মেনে নেয়া যায়না। বিচ্ছেদ ঠেকাতে হবে। আমরা আবার তাদের একসাথে দেখতে চাই। ইভেন্ট খোলা হোক। বাঙালী জাগো।

সজীব লিখেছেন, তাহসান মিথিলার সংসার ভাঙছে জাস্ট মেনে নেয়া যায় না! এখন কতশত রিলেশন ভেঙে যাবে শুধু তাদের কথা চিন্তা করে। সিরিয়াসলি মানুষ অনেক ফলো করতো তাদের, কিন্তু রিয়েল লাইফে এরাই টিকতে পারলো না। তবে প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান দেখানো উচিত।

জুথি জামান লিখেছেন, হাজার-হাজার রোমান্টিক কাপল তাহসান-মিথিলা’র জুটিকে আইডল মানতো। কিন্তু তাহসান-মিথিলা যদি তুর্য-কাননের জুটিকে আইডল মানতো তাহলে তাদের সংসার এভাবে ভেঙ্গে যেতোনা। . দু’খান দুঃখের ইমো দিয়ে যাইয়েন

রাহেমিন সিপতি লিখেছেন, আমি তাহসান আর মিথিলার ফ্যান না.. কিন্তু এত বছরের একটা সাজানো সুন্দর সংসার ভেঙে গেলে খারাপ লাগে সেটা যার ই হোক.. মেয়েটার কথা ভাবছি.. তার কি হবে.. বিজ্ঞাপনের মত তাদের সংসার আবার ঠিক হয়ে গেলে ভালো হত…
” সূর্য ডাকে আমার রোদে চুল শুকাতে আসোনা ”
স্বামী স্ত্রীর খুনসুটি ভরা সুন্দর সংসার..

বেঁচে থাকুক সব ভালবাসাগুলো…

সায়ফুল ইসলাম লিখেছেন, সবচেয়ে বেশি খারাপ লাগতেছে বাচ্চটার কথা চিন্তা করে :'( ক্যামনে পারে মানুষ :'( চারদিকে তারকাদের এত্ত ডিভোর্স এর মদ্ধে কোন দিন ও ভাবি তাহসান আর মিথিলার ডিভোর্স হবে, ওদের রিলেশনশিপ থেকে বর্তমান পর্যন্ত সব কিছুই সবার জানা আর রিলেশনশিপ নিয়ে কথা হলে ওদের উদাহরণ টানতো আর এখন ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তাহসান মিথিলার সংসার শেষ হলেতো বাকি সব আজাইরা। খুব ব্যথা পাইলাম :'(

এদিকে বিষয়টি নিয়ে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিচ্ছেধ নিয়ে নিয়ে খুবই কষ্টের মধ্যে আছি আমরা। এরমধ্যে অনলাইনে নানা ধরনের সংবাদ ছড়াচ্ছে। আসলে বিস্তারিত কথা বলার মতো অবস্থায় আমরা নেই। তবে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।’

২০১৩ সালের ৩০ এপ্রিল এ তারকাদ্বয়ের ঘরে আসে এমমাত্র কন্যাসন্তান আইরা তাহরিম খান। জানা গেছে, তারা সমঝোতার মাধ্যমে আইরার দেখভাল করবেন।

যেভাবে প্রেমের শুরু হয়েছিল

তখন তারা দুজনই ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ভালোবাসা দিবস এলেই বাড়ির দরজায় ফুল রেখে এসে মিথিলাকে ফোন করতেন তাহসান। বিশ্ববিদ্যালয়ের পড়াকালে কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত হয়ে উঠেন মেধাবী ছাত্র তাহসান। সে সময় মিথিলার সঙ্গে পরিচয়। মিথিলা এক বন্ধুর সাথে তাহসানের বাসায় যান কি যেন একটা কাজে। তখনও কিছু গান শুনেছেন তাহসানের, কিন্তু ভক্ত হননি। প্রথম পরিচয়েই তাহসানের ব্যান্ড ব্ল্যাককে নিয়ে অনেক সমালোচনা করেন মিথিলা। আর বুঝে ওঠার আগেই তাহসানের মনের ঘরে বাঁধা পড়লেন।

২০০৪ সাল, মোবাইল ফোন তখন অনেকটাই সহজলভ্য। ঠিক সেই সময় মিথিলার কাছে তাহসান লিখলেন একটি চিঠি। পরিচয়ের পরদিনই তাহসান চিঠি নিয়ে কলাভবনের প্রথম গেটের সামনে অপেক্ষা করছিলেন। এক সময় মিথিলার সামনে পড়ে গেলেন। মিথিলা কথা বললেন প্রথম। তাহসান অনুরোধ করলেন, ‘চলো হাঁটতে হাঁটতে কথা বলি। ’ হাঁটতে হাঁটতে অনেক কথা হল। এক পর্যায়ে তাহসান সাহস করে মিথিলার হাতে গুঁজে দিলেন চিঠি।

যাতে লেখা ছিল, ‘Some call it love at first sight, some call it infatution. I just ignore it.’ মনে মনে তাহসানকে পছন্দ করেছিলেন মিথিলাও। কিন্তু চিঠির উত্তর দিয়েছিলেন ফোনে। যার প্রথম বাক্যটি ছিল এমন, ‘এই এটা কী লিখেছ?’ এরপর প্রেমের শুরু, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি কলাভবন চললো ঘোরাঘুরি।

ভালোবাসার প্রকাশের জন্য মিথিলার জন্য তাহসান লিখে ফেললেন গান। তাহসানের সুরে গান গাইলেন মিথিলা। গানের রেকর্ডিং ও অনুশীলনের মধ্যদিয়ে টানা আটঘণ্টা সময় পার হয়ে যায়। এই গান গাওয়ার মধ্য দিয়েই তাদের ভালোবাসা আরও ঘনীভূত হয়। গান শুধু তাদের শখ বা প্রফেশন নয়, দুটি জীবনকেও বেঁধে দিয়েছে একই সুতোয়। ২০০৪-২০০৬ সাল পর্যন্ত কেটে গেল তাহসান-মিথিলার। সময়গুলো বেশ আনন্দে কেটেছে তাদের। সেই দুই বছর তাদের মধ্যে ঝগড়া কিংবা খুনসুটি কী হতো না!

২০০৬ সালের ৩ আগস্ট এক সুতোয় বাঁধা পড়ল তাহসান-মিথিলার জীবন। তাহসান বলেছিলেন, ‘বিয়ের সময় আমার বয়স ছিল মাত্র ২৬ বছর আর মিথিলার ২৩ বছর। হঠাৎ করেই বিয়ে হয়ে গেল আমাদের। একবার মনে হচ্ছিল খুব তাড়াহুড়ো করেই কি বিয়ে করে ফেললাম! তখন অনেকেই বুঝিয়েছিল, বিয়ে করলেই সব শেষ। বিয়ের পর আর এত জনপ্রিয়তা থাকবে না। মেয়ে ভক্তরা সব দূরে সরে যাবে। বিয়ের পরে দেখলাম সেইরকম কিছুই হয়নি।’

বেশ সুখেই দিন কাটছিল এই তারকা-দম্পতির। তবে বেশ কয়েকমাস ধরে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব বা মতবিরোধে তাহসান ও মিথিলার সম্পর্কের ইতি ঘটতে যাচ্ছে।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে