সোমবার, ২১ আগস্ট, ২০১৭, ০৪:২৮:৪৭

হঠাৎ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আইজিপি!

হঠাৎ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আইজিপি!

বিনোদন ডেস্ক : বিভিন্ন সময়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের অংশ নেওয়া অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা গেছে দেশের শীর্ষ নায়ক শাকিব খানসহ অনেক শিল্পীকে। তবে, এবার পুলিশের এ বড় কর্তা ঘুরে গেলেন বিএফডিসি।

তিনি এসেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে। সোমবার দুপুর ১টার দিকে তিনি হঠাৎই সমিতিতে আসেন। এসময় তাকে অভ্যর্থনা জানান সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও শিল্পী নেতা ইমন।

জায়েদ খান বললেন, ‌‘আইজিপি মহোদয় আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেয়েছেন উনি, যেন এদিকটা খেয়াল রাখেন। আইজিপি আমাদের কিছু পরামর্শও দিয়েছেন, কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়, আরও ভালো করা যায়। এছাড়াও নানা বিষয়ে তিনি আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।’

জায়েদ আরও জানান, আইজিপি জঙ্গিবাদ ও মাদক নিয়ে শিল্পীদের ভূমিকা কী হতে পারে- এ ব্যাপারেও কথা বলেছেন। শুধু দিক-নির্দেশনার জন্যই আইজিপির আগমন নয়, পুলিশের সঙ্গে জায়েদ খানের সম্পর্ক বরাবরই ভালো বলে জানালেন তিনি। পুলিশ ও শিল্পীর সুন্দর এ সম্পর্ক এবার ফুটে উঠল আইজিপির এই সৌজন্য সাক্ষাতে।

খোঁজ নিয়ে জানা যায়, আইজিপি শহীদুল হক বেলা ১১ টায় বিএফডিসিতে গিয়েছিলেন ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলা আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নিতে। এ অনুষ্ঠান শেষে তিনি পাশেই শিল্পী সমিতির কার্যালয়ে উপস্থিত হন।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে