বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:২৫:৫১

বিপিএলে ম্যাচ প্রতি ১৬ লাখ পাবেন বাটলার!

বিপিএলে ম্যাচ প্রতি ১৬ লাখ পাবেন বাটলার!

স্পোর্টস ডেস্ক: বিপিএলের ইতিহাসে এবারই সবার আগে ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দের আইকন ক্রিকেটার বেছে নেয়ার পাশাপাশি দেশি ও বিদেশি ক্রিকেটার- কোচ নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলেছে।

প্লেয়ার্স ড্রাফটে দেশি আর বিদেশি মিলে ৯ থেকে ১০ জন করে ক্রিকেটার বেছে নেয়ার কাজটি ছাড়া অন্য সব আগে-ভাগেই হয়ে গেছে এবার। সেই প্লেয়ার্স ড্রাফটে দেশের সর্বোচ্চ ৯জন আর বিদেশি দু'জন করে পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে দলগুলো।

মোট কথা, বিপিএলের সাত দলের ঘর গোছানোর কাজ শেষ। এরই মধ্যে ফিকশ্চার, ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু ময়দানি লড়াই কবে শুরু হবে, তার।

সবার জানা ৩ নভেম্বর সিলেট স্টেডিয়ামে গতবারের বিজয়ী ঢাকা ডায়নামাইটস আর স্বাগতিক সিলেট সিক্সার্সের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। যদিও জাতীয় দল এখন দক্ষিণ আফ্রিকায়। চলতি মাসের বাকি দিনগুলো তো বটেই, অক্টোবরের প্রায় পুরো সময় জাতীয় দলের বহর ব্যস্ত থাকবে প্রোটিয়াদের সাথে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। খুব স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেট অনুরাগীদের দৃষ্টি ও মনযোগ এখন টাইগারদের দক্ষিণ আফ্রিকা মিশন নিয়ে।

তারপরও বিপিএল নিয়েও আছে উৎসাহ-উদ্দীপনা এবং আগ্রহ। কোন দল কেমন হলো? দলগুলোর শক্তি কেমন? তাদের সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা-পর্যালোচনা। সবার কৌতুহলি প্রশ্ন দুটি; এক) কাগজে কলমে কোন দল এক নম্বর? দুই) দেশি ও বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন কোন ক্রিকেটার?

দল গঠন প্রক্রিয়া শেষে কম-বেশি সবাই মানছেন, কাগজে কলমে এক নম্বর দল গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসই। বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি স্পেশালিষ্ট সাকিব ঢাকার অন্যতম প্রাণশক্তি। সাথে কুমারা সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহিদ আফ্রিদি, সুনিল নারিন আর মোহাম্মদ আমিরের মত বিশ্বমানের পারফরমার যে দলে, সে দলকে সবার ওপরে রাখা ছাড়া আসলে উপায়ও নেই।

তারপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রাজশাহী, সিলেট ও রংপুর। চিটাগাং ভাইকিংস তুলনামূলক পিছনে। এতো গেল, দলগুলোর শক্তি ও সামর্থ্যের প্রসঙ্গ।

এবার আসা যাক পারিশ্রমিক নিয়ে আলোচনায়। সবচেয়ে বেশি টাকা পাচ্ছেন কোন কোন ক্রিকেটার? আগেই জানা এ প্লাস ক্যাটাগরি বা আইকন ক্রিকেটার হিসেবে থাকা সাত দেশি ক্রিকেটার বাকিদের চেয়ে বেশি পাবেন।

সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাশরাফি ও মাহমুদউল্লাহ- এই পাঁচজনের পারিশ্রমিক গড়পড়তা ৫০ লাখের মত। আর অন্য দুই আইকন সাব্বির রহমান রুম্মন ও সৌম্য সরকারের পারিশ্রমিক ৪০ থেকে ৪৫ লাখ টাকার মত।

তবে এটা বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেয়া মূল্য। কোন ফ্র্যাঞ্চাইজি তাদের এর চেয়ে কম টাকায় দলে ভেড়াতে পারেনি; কিন্তু সেটাই শেষ কথা নয়। এর বাইরেও কথা আছে।

ভিতরের খবর, বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি স্পেশালিস্ট ও আইপিএল, বিগ ব্যাশ, কাউন্টি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ, সিপিএল, পিসিএল আর এসএলপিএল সহ বিশ্বের সব নামী ও অভিজাত টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলা সাকিব আল হাসান বাস্তবে তার দ্বিগুণ কিংবা তারও বেশি অর্থ পাচ্ছেন। সাকিব একা নন। তামিম ইকবাল আর মুশফিকুর রহীমও মোটা অংকের অর্থ পাচ্ছেন। এই তিনজনের সত্যিকার পারিশ্রমিক গড়পড়তা প্রায় এক কোটি টাকা কিংবা তারও বেশি। আর মাশরাফি ও মাহমুদউল্লাহর সত্যিকার মূল্য ৭০ থেকে ৮০ লাখ টাকার মধ্যে।

দেশের ক্রিকেটের পাঁচ শীর্ষ তারকা আসলে কত পেয়েছেন? বিপিএল গভর্নিং কাউন্সিলের বেঁধে দেয়া ৫০-৫৫ লাখ টাকায় তাদের দলে টানা সম্ভব হয়েছে কি না? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বেরিয়ে এসেছে মূলতঃ আয়করের বিষয়টি মাথায় রেখেই আইকন ও বিদেশি ক্রিকেটারদের প্রকৃত পারিশ্রমিকের মূল্য অপ্রকাশিত থেকে যাচ্ছে।

খুব স্বাভাবিক প্রক্রিয়া, যার পারিশ্রমিক যত বেশি, আনুপাতিক হারে তার আয়করের পরিমানও তত বেশি। তাই কম-বেশি সব ক্রিকেটারই তার সত্যিকার পাওনার কথা চেপে যাচ্ছেন; কিন্তু নির্ভরযোগ্য সুত্রে নিশ্চিত হওয়া গেছে, আইকন ক্রিকেটারের মধ্যে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি ও মাহমুদউল্লাহর কেউই শেষ পর্যন্ত ওই ৫০-৫৫ লাখ টাকায় চুক্তিবদ্ধ হননি।

আইকন কিংবা এ প্লাস ক্যাটাগরির পারফরমার- যাই বলা হোক না কেন, সাকিব আল হাসানকে ধরে রাখতে ঢাকা ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজিকে কোটি টাকার ওপরে গুণতে হয়েছে।

প্রসঙ্গতঃ সাকিব এর আগেরবারও আইকন ক্রিকেটার হিসেবে ৫৫ লাখ টাকার সাথে একটি দামি গাড়ী উপহার পেয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের কাছ থেকে। যার যোগফল ছিল প্রায় ৯০ লাখ টাকা। খুব স্বাভাবিকভাবেই এবার তার মূল্য ২০ লাখের মত বেড়ে দাঁড়িয়েছে।

একই কথা প্রযোজ্য তামিম-মাশরাফি কিংবা মুশফিকের বেলায়ও। বলার অপেক্ষা রাখে না, এ তিনজনই এবার নতুন দলে নাম লিখিয়েছেন। তামিম চিটাগাং থেকে কুমিল্লায়। মাশরাফি কুমিল্লা থেকে রংপুর রাইডার্সে। আর মুশফিকুর রহীম বরিশাল বুলস থেকে রাজশাহী কিংসে।

কাজেই তাদের দরও আগেরবারের চেয়ে কম করে হলেও ১০-১৫ লাখ টাকার মত বেশি হয়েছে। মাহমুদউল্লাহ খুলনা টাইটান্সে থেকে গেলেও পারিশ্রমিক বেড়েছে বেশ। মোদ্দা কথা সাত আইকনের শীর্ষ পাঁচজন বিপিএলের বেঁধে দেয়া অর্থর চেয়ে অনেক বেশি টাকা পেয়েছেন। তবে জানা গেছে অপর দুই এ প্লাস ক্যাটাগরির পারফরমার সৌম্য ও সাব্বির গতবারে চেয়ে লাখ পাঁচেক টাকা বেশি করে পাচ্ছেন।

এতো গেল দেশি তারকাদের অর্থ প্রাপ্তির কথা। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিকের খবর কী? সেখানেও একই বিষয়। আয়করের কথা ভেবে সবার মুখে তালা। সেখানেও বিদেশি ক্রিকেটারদের কোটা বেঁধে দেয়া আছে; কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি অর্থ গুণতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিদের।

যতদুর জানা গেছে ঢাকা ডায়নামাইটসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ইংলিশ ব্যাটসম্যান কাম উইকেটকিপার জস বাটলারই এবারের বিপিএলে গড়-পড়তা সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন। এদের পেতে ঢাকা ও কুমিল্লা ফ্র্যাঞ্চাইজিদের ম্যাচ প্রতি ১৬ লাখ টাকা করে গুনতে হবে।

ঢাকার অপর তিন বিদেশি সুনিল নারিন, কুমারা সাঙ্গাকারা আর আফ্রিদির পিছনেও যাবে অনেক টাকা। এদের মধ্যে শেন ওয়াটসন ম্যাচ প্রতি ১৬ লাখ টাকা (১৮,৭৫০ মার্কিন ডলার) করে নেবেন। সাঙ্গাকারা ও সুনিল নারিনও ১২ লাখ টাকা করে নেবেন।

অন্যদিকে কুমিল্লার ইংলিশ রিক্রুট জস বাটলারের পারিশ্রমিকও শেন ওয়াটসনের মত। তার মানে ওয়াটসন ও বাটলার সেমিফাইনালের আগে সব ম্যাচ খেললে গড়ে পৌনে দুই কোটি টাকা করে পাবেন।
এমটিনিউজ২৪ ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে