শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:০৭:৫৯

‘আমি নেতা হবো’ সিনেমার টিকেট না পেয়ে হলে ভাঙচুর

‘আমি নেতা হবো’ সিনেমার টিকেট না পেয়ে হলে ভাঙচুর

প্রথমবার সিনেমা নির্মাণে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। সিনেমায় তাদের প্রথম নিবেদন ‘আমি নেতা হবো’। আর প্রথম সিনেমা দিয়েই রীতিমত বাজিমাৎ করতে শুরু করেছে এই প্রযোজনা প্রতিষ্ঠানটি। কারণ, শুক্রবার ছবিটি সারা দেশে মুক্তির পর নাকি ঈদের সময়ের চেয়ে বেশি ব্যবসা করছে! এমনটাই একটি গণমাধ্যমকে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

প্রথম সিনেমা দিয়েই বাজিমাৎ! আর এ কারণে বেশ উচ্ছ্বসিত ছবির প্রযোজক। জানালেন, ঈদের সময়েও মানুষ কোনো সিনেমা দেখতে এতো আগ্রহ দেখায় না, যতোটা আগ্রহ দেখাচ্ছে ‘আমি নেতা হবো’ নিয়ে।

সারা দেশে টিকেট না পেয়েও অনেক হলে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে বলে জানিয়ে সেলিম খান বলেন, আমাদের ছবি আমরাতো ভালো বলবোই। কিন্তু গতকালকে সারা দেশের সিনেমা হলে যে চিত্র আমরা বিভিন্ন বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখেছি, এটাতো মিথ্যে নয়। আমি নেতা হবো’র মুক্তির দিনে সারা দেশের সিনেমা হলে টিকেট না পেয়ে ভাঙচুর হয়েছে। গ্রাম শহর, প্রত্যেকটা সিনেমা হলে ছবিটি দেখতে হাজার হাজার মানুষ অপেক্ষায় ছিলো। আমার সিনেমা সুপার ডুপার হিট!

এরজন্য তারকা অভিনেতা শাকিব খান ‘ফেক্ট’ কিনা?-প্রশ্নে প্রযোজকের সরল উত্তর, শাকিব খানতো অবশ্যই ফেক্ট! এরপর আরো নিশ্চিত হতে পাশে থাকা রাজমনী সিনেমা হলসহ দেশের আরো ১২টি হলের মালিক আশরাফুল হক দিলীপকে ফোনে ধরিয়ে দেন সেলিম খান। শাকিব-মিম অভিনীত ‘আমি নেতা হবো’ নিয়ে এই হল মালিক বলেন, সত্যি সত্যি। ঈদের সময়ে এমন চাপ সাধারণত দেখা যায়। কিন্তু আমি নেতা হবো ঈদের চাপকেও ছাড়িয়ে গেছে। আমাদের সেল হচ্ছে ভরপুর। রাজমনীসহ আমার অন্যান্য হলগুলোতেও ছবিটি হাউজফুল চলছে। মুক্তির প্রথম দিন নয়, শনিবার সকাল ও ১২টার শোগুলোও পুরোপুরি হাউজফুল যাচ্ছে।

উত্তম আকাশের পরিচালনায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শাকিব-মিম জুটির আলোচিত ছবি ‘আমি নেতা হবো’ সারাদেশের ১১৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। ছবিতে শাকিব-মিম ছাড়াও আরো অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমি, সাদেক বাচ্চু, সেলিম খান, ডিজে সোহেল, কাজী হায়াৎ প্রমুখ।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে