সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:২৭:২৬

ফের অরিজিৎ সিংকে সরিয়ে দিলেন সালমান খান

ফের অরিজিৎ সিংকে সরিয়ে দিলেন সালমান খান

বিনোদন ডেস্ক : অরিজিৎ সিংকে যেন ক্ষমা করতেই পারছেন না সালমান খান৷ তাই তো পুরনো কাসুন্দি ঘেঁটে বার বার তুলে নিয়ে আসছেন পুরনো ঘটনা৷ আর তার একটাই শাস্তি, অরিজিৎ গানে একেবারই লিপ দেবেন না তিনি৷ অজ্ঞতা, অরিজিতকে সরিয়ে রাহাত ফতে আলি খান!

ওয়েলাম টু নিউইয়র্ক ছবির ‘ইস্তেহার’ গানে দেখা যাবে সালমান খানকে৷ সেই গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং৷ তবে সালমান শ্যুটিংয়ের সময় নাকি স্পষ্টই জানিয়েদেন অরিজিৎ সিংয়ের গানে একেবারেই লিপ দেবেন না তিনি৷ আর এর পরই এই গানের দায়িত্ব চলে যায় রাহাত ফতে আলি খানের ওপর!

ঠিক কী ঘটেছিল সালমান ও অরিজিৎ সিংয়ের সঙ্গে৷ আসুন ঘেঁটে দেখা যাক পুরনো কাসুন্দি! ঠিক কী হয়েছিল, তা অবশ্য পরিষ্কার নয়৷ কেন অরিজিৎ সিংয়ের ওপর রাগলেন সালমান, তা নিয়েও রয়েছে নানা মতামত৷ তবুও অরিজিৎ সালমানের কাছে চাইলেন যে ক্ষমা, তা দেখল গোটা দুনিয়া৷ ফেসবুকের পোস্টেই সালমানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং!

বলিউডের অন্যান্য স্টারদের মধ্যে সলমনের রোয়াবটা একটু আলাদাই গোটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে৷ অনেক সময়ই দাবাং খানের আক্রোশে পড়েছেন বহু নায়ক-নায়িকা, প্রযোজক৷ তবে উল্টোটাও ঘটেছে অনেকবারই৷ অসফল নায়ককে হিট করানোর জন্য সালমান এগিয়ে এসেছেন বারে বারে৷ তবে এবার গায়ক অরিজিৎকে কোনঠাসা করার ব্যাপারটাই বলিউডের গুঞ্জনে ছড়িয়ে পড়ল৷

অরিজিৎ সিংয়ের পোস্ট অনুযায়ী, গায়ক সালমানকে বার বার অনুরোধ করেছেন আসন্ন ‘সুলতান’ ছবি থেকে যেন তার গানটা সরিয়ে না নেওয়া হয়৷ এমনকী, সল্লুকে অরিুজিৎ পোস্টে এটাও লিখেছেন, আপনি অন্য কোনও গায়ককে দিয়ে গানটা গাইয়ে নিতেই পারেন, কিন্তু আমার গানটা দয়া করে সরাবেন না৷

অরিজিৎ সিং তার ফেসবুক পোস্টে একটি রাতের অনুষ্ঠানের কথা উল্লেখ করে ক্ষমা চেয়েছেন৷ কিন্তু সেই রাতে সঠিক কী হয়েছিল, তার কোনও ইশারা অরিজিৎ দেননি৷ তবে বার বার সালমানের কাছে অনুরোধ করেছেন ‘সুলতান’ ছবির গানের জন্য! এমনকী, অরিজিৎ লিখেছেন সালমানকে তিনি বহুবার ফোনও করেছেন৷ দেখাও করতে চেয়েছেন সালমানের সঙ্গে৷ কিন্তু সালমান নাকি একেবারেই পাত্তা দেননি৷

পুরো ব্যাপারটি নিয়ে আপাতত সালমান চুপ৷ অন্যদিকে অরিজিৎও ফেসবুক থেকে উড়িয়েছেন পোস্টটি৷ নতুন পোস্টে অরিজিৎ লিখেছেন, ‘ক্ষমা চেয়ে আমার পোস্ট, হয়তো আমার কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে...’
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে