শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮, ০৬:১৭:১৩

বাঙালি কণ্ঠশিল্পী থেকে বলিউড, তারপর ভারতের মন্ত্রী

বাঙালি কণ্ঠশিল্পী থেকে বলিউড, তারপর ভারতের মন্ত্রী

বাবুল সুপ্রিয় ভারতীয় বাঙালি গায়ক। সাম্প্রতিক সময়ে বাবুল সুপ্রিয়'র নাম রাজনৈতিকভাবে বেশি উচ্চারিত হয়েছে।  অথচ তার খ্যাতি আসে হিন্দি সিনেমার গানের জন্য।

হিন্দি সিনেমার জন্য গান গেয়েই বেশি জনপ্রিয় হয়েছেন। বাংলাতেও তাঁর অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে। তিনি সুপ্রিয় বড়াল নামেই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি গ্রহণ করেন। গানের জগতে আসার পর তিনি বাবুল সুপ্রিয় নাম গ্রহণ করেন । তাঁর পিতামহ ছিলেন বিখ্যাত এন.সি.বড়াল।

বাবুল সুপ্রিয় জন্ম গ্রহণ করেন পশ্চিমবঙ্গের উত্তর পাড়া, হুগলী নদীর ধারে ছোট শহরে। তাঁর পিতা হলেন সুনীল চন্দ্র বড়াল ও মাতা সুমিত্রা বড়াল। তাঁর এক বোন সুপর্ণা বড়াল চক্রবর্তী, দীপ্ত চক্রবর্তীকে বিয়ে করে এখন নিউ ইয়র্কে থাকেন। তাদের দুটি ছেলেমেয়ে সোহম ও দিশা।

বাবুল সংগীতের সঙ্গে জুড়ে থাকা পরিবার থেকে উঠে এসেছেন। বিশেষ করে তাঁর পিতামহ এন সি বড়াল গায়ক ও সুরকার ছিলেন। বাবুল ইন্টার স্কুল ও ইন্টার কলেজ সংগীত প্রতিযোগিতায় বিজয়ী হন। বাবুল অল ইন্ডিয়া রেডিও এবং দুরদর্শনে গান সঞ্চালিত করেন।

১৯৮৩ লিলুয়া ডন বসকো স্কুল থেকে 'অল ইন্ডিয়া ডন বসকো মিউজিক চ্যাম্পিয়ান' হন। ১৯৯১ তে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি গ্রহণ করেন।

প্রথম কর্ম জীবনে স্টান্ডার্ড চ্যাটার্ড ব্যাঙ্কে কাজ করতেন। বলিউডের প্রতি টান ছিল অনেক। আর এইজন্য বাবুল সংগীত ক্যারিয়ার তৈরির জন্য মুম্বাই চলে যান। ১৯৯২ তে বলিউডে সংগীত জীবন শুরু করেন কল্যাণজী'র হাত ধরে।

ঋত্বিক রোশন অভিনীত 'কহো না প্যার হ্যায়' সিনেমায় গান গেয়ে বিখ্যাত হন। 'দিল নে দিল কো পুকারা' গানটি বাবুলের কণ্ঠের আ তুমুল হিট হয়। বাবুল সুপ্রিয়কে রাতারাতি খ্যাতি এনে দেয়।

এছাড়া আরও জনপ্রিয় বলিউডে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে বলিডের। যেমন আমির খানের ফানা সিনেমার চান্দা চমকে ব্ব্যাপক জনপ্রিয় গান। এছাড়াও 'পরি পরি হ্যায় এক পরি'(হাঙ্গামা), 'হাম তুম'(হাম তুম), কে ফর কিশোর সুপার হিট টি.ভি শো সঞ্চালনা করেন।

বাবুল সুপ্রিয় ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হন। ৯ নভেম্বর ২০১৪ নরেন্দ্র মোদি সরকার প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বাবুল সুপ্রিয় বাংলা গানে একটি সুপরিচিত নাম। রবীন্দ্র সঙ্গীতেও তাঁর কণ্ঠ মুগ্ধ করে দুই বাংলার শ্রোতাদের।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে