সোমবার, ২৫ জুন, ২০১৮, ১২:২৭:৩২

এই দুই আসিফ কে?

এই দুই আসিফ কে?

বিনোদন ডেস্ক: সংগীত শিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব। প্রায় দেখা যায় ব্যক্তিগত আর ক্যারিয়ার জীবনের খুঁটিনাটি নানা বিষয় শেয়ার করতে। সেই ধারাবাহিকতায় এবার ভক্তদের শেয়ার করলেন কমেলওয়েলথের স্বর্ণজয়ী আসিফের সাথে কাটানো কিছু সুন্দর মুহুর্ত। এই দুই আসিফ কে?

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শ্যুটার আসিফের প্রসঙ্গে জানান, ‘আসিফ হোসেন খান, কমনওয়েলথ স্বর্ণজয়ী শ্যূটার। বিশ্বের মানচিত্রে বাংলাদেশের পতাকা উড়িয়েছে সগৌরবে। আমার নামেই নাম, আসিফ নামটা আমি নিজেই ভালবাসি। ওর প্রতি অনেক স্নেহ এবং সম্মান আছে বলেই দীর্ঘদিন আমরা এক সাথে চলছি। দেখা বা কথা হয় কম আমাদের, ভালোবাসাটা হৃদয়েই ধারণ করি।মাঝে মধ্যে কোনো মিডিয়ার অনুষ্ঠানে দেখা হয়ে যায়, তখন আমরা আমাদের আবেগ বাটোয়ারা করি।’

আসিফ২‘আগুন পানি গানের শ্যূটিংয়ের জন্য জেনুইন পিস্তল দরকার ছিলো। আশেপাশে পিস্তল ওয়ালা বন্ধুর অভাব নেই। মাথা গরম বিধায় আম্মার নিষেধাজ্ঞায় নিজেও আর্মস লাইসেন্স করিনি। আইন মানতে হলে বুঝে শুনেই পিস্তল নিতে হবে, এমনিতেই রাশি গণ্ডগোল আছি, প্রেমিকাকে চিঠি লিখলে মায়ের হাতে গিয়ে পড়ে। তাই নানান দিক ভেবে আসিফকে ফোন দিয়েছি। সেও আইনী দিক ভেবে আমাকে ওয়ালথারের একটা এয়ার পিস্তল দিয়েছে। এদিকে বৃষ্টি আর জ্যামে শ্যূটিংয়ে পাগল পাগল অবস্থা। BKSP থেকে অস্ত্রটা আনতে হবে, আসিফ নিজ দায়িত্বে বাইক চালিয়ে শ্যূটিং স্পটে চলে এসেছে, ভালোবাসা এমনই হয় । দেশের সম্পদ সে, এখন ট্রেইনার হিসেবে দেশকে সেবা দিয়ে যাচ্ছে। দু’জন যখন কথা বলি তখন একটা কমন বিষন্নতা কাজ করে ।’

‘দু’জনই রাষ্ট্রে নিগৃহীত হয়েছি, তবে এগুলো নিয়ে কষ্ট পুষে রাখার মতো বোকা আমরা নই। প্রফেশনাল মানসিকতা নিয়ে দেশকে সেবা দিতে প্রস্তুত যেকোনো ভাবে। আমরা কখনো পাথর কখনো বালি। একবার জমে পাথর হই আবার ভেঙ্গে ধূলিকনা হই- এমনই আমাদের যাপিত জীবন। মনে ক্ষোভ নেই, আছে নিজেদের প্রমান করার দৃঢ় প্রত্যয়। আমরা অতীত মেনে এসেছি ,যেটার ফলাফল ভবিষ্যতেই লিখিত হবে। মাঝখানে পড়ে থাকবে নীচ আর হীনমন্য কিছু বর্তমান। শুভকামনা আসিফ হোসেন খান- তোমাকে অনেক ভালোবাসি। একজন সাধারণ বাংলাদেশী হিসেবে তোমাকে স্যালুট !’
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে