শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ০৭:৪৪:৩৭

আমাদের সাত জনমের সৌভাগ্য যে আমরা এমন একটি ভাই পেয়েছি: ছোট্টু

আমাদের সাত জনমের সৌভাগ্য যে আমরা এমন একটি ভাই পেয়েছি: ছোট্টু

বিনোদন ডেস্ক:  আজ শুক্রবার বাদ আছর চ্যানেল আই প্রাঙ্গণে আইয়ুব বাচ্চুর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কিংবদন্তী এই ব্যান্ড সঙ্গীতশিল্পীর জানাজায় চ্যানেল আই পরিবারসহ অনেকে অংশ নিয়েছেন। 

সেখানে উপস্থিত ছিলেন আইয়ুব বাচ্চুর ছোট ভাই ছোট্টু। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, প্রত্যেকের প্রতি ভাইজানের (আইয়ুব বাচ্চু) শ্রদ্ধাবোধ ছিল। প্রত্যেক মানুষের মনের সঙ্গে তিনি অ্যাডজাস্ট করে নিতে পারতেন। ভাইজান আসলে একজন আইয়ুব বাচ্চু হতে চেয়েছিলেন। এখানে আপনাদের প্রত্যেকের উপস্থিতি প্রমাণ করেছে যে তিনি সেই আইয়ুব বাচ্চু হতে পেরেছেন। 

শিল্পীর এই অজানার পথে যাত্রা যেন শুভ হয় তার জন্যে দোয়া চান ছোট্টু। বলেন, তিনি আপনাদের অনেকের সঙ্গে অনেক কাজ করেছেন। কাজ করতে গেলে অনেক সময় এমন কিছু ঘটে যেতে পারে যাতে আপনারা কোনো সময় হয়তো কষ্ট পেয়েছেন। আপনাদের কারো মনে তিনি না বুঝে কষ্ট দিয়ে থাকলেও দয়া করে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাঁর জন্যে দোয়া করবেন। আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। 

আমাদের সাত জনমের সৌভাগ্য যে আমরা এমন একটি ভাই পেয়েছি। আমরা তাঁর ভাই হতে পেরেছি। একটাই অনুরোধ, আপনারা আইয়ুব বাচ্চুকে যে ভালোবাসা দিয়েছেন তিনি যেন আপনাদের কাছে সেভাবেই থাকেন। আমার ভাইয়ের জন্য মানুষ কতটা পাগল, তা খুব কাছ থেকে দেখেছি। তাঁর জন্য মানুষ আমাকেও চেনে, সম্মান করে। ভাইয়ের জন্য আরেক ভাই সম্মান পায়, এটা অনেক বড় পাওয়া। একটাই অনুরোধ, আইয়ুব বাচ্চু হিসেবে তাঁকে যে ভালোবাসা দিয়েছেন, তা রেখে দেবেন। আর কিচ্ছু চাই না, বলেন শিল্পীর ছোট ভাই। 

দ্বিতীয় জানাজা শেষে শিল্পীর মরদেহ ফের হিমঘরে রাখা হয়েছে। আর সেখান থেকে আগামীকাল শনিবার সকালে তাঁর মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানেই মায়ের পাশে শায়িত হবেন তিনি।

এর আগে আজ শুক্রবার বাদ জুমা জাতীয় ঈদগাহ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ মগবাজারের নিজের স্টুডিও এবি কিচেনে নিয়ে যাওয়া হয়। তার আগে শহীদ মিনারে সকল শ্রেণীর মানুষ আইয়ুব বাচ্চুকে শেষ শ্রদ্ধা জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে