শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭, ০৫:১৯:২৩

ইজরায়েলে ঘটে গেলো এক অদ্ভুত দৃশ্য!

ইজরায়েলে ঘটে গেলো এক অদ্ভুত দৃশ্য!

এক্সক্লুসিভ ডেস্ক : প্রকৃতি যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। প্রকৃতি সৃষ্টিও করে আবার বিনাশও। যুগে-যুগে পৃথিবীর বুকে চলে আসা প্রাকৃতিক পরিবর্তন এতটাই অদ্ভুত যে তা কল্পনায় ধরে রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। এবার দেখে নিন এক অদ্ভুত দৃশ্য। প্রাণ ফিরে পেল মৃত জিন নদী।

ইজরায়েলের নাগেভ মরুভূমির এই নদীটি বহুদিন ধরে খরার কবলে পড়ে শুকিয়ে গিয়েছিল। তবে হঠাৎ ওই অঞ্চলে হওয়া প্রবল বৃষ্টিতে প্রাণ ফিরে পায় নদীটি। সেই দৃশ্য দেখতে জমা হয়েছিলেন বহু লোক। এই ঘটনার কথা নাকি বাইবেলেও বর্ণনা করা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। নাগেভ পর্বতের চূড়ায় অবস্থিত ২৪ মাইল লম্বা ও ৬ মাইল চওড়া রামন খাদ থেকে বেরিয়ে জিন নদী মিশে গিয়েছে মরু সাগরে।

২৪ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে