শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪৫:৪১

একেই বলে ভাগ্য, মাত্র ৬৪০ টাকায় গয়না কিনে ২১ লাখে বিক্রি !

একেই বলে ভাগ্য, মাত্র ৬৪০ টাকায় গয়না কিনে ২১ লাখে বিক্রি !

এক্সক্লুসিভ ডেস্ক : ঘরে অবহেলায় ফেলে রাখা পুরোনো কমদামি গয়নাটি যদি হঠাৎ দামি হয়ে যায় তবে ব্যপারটি কেমন হবে।এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক বাসিন্দার ভাগ্যে।

মাত্র ৮ ডলারে (৬৪০ টাকা) কেনা একটি গহনা বিক্রি করেছেন ২৬ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি টাকায় প্রায় ২১ লাখ টাকা।

বনহ্যামস অকশন হাউসের নিউ ইয়র্ক শাখা জানিয়েছে, গত ১৯ সেপ্টেম্বর তাদের নিলামে ওঠে একটি ব্রোচ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্রোচের মালিক তা সাধারণ গয়না ভেবেই নিলামে এনেছিলেন। বহু বছর আগে গ্যারাজ সেল থেকে মাত্র আট ডলারে ওই ব্রোচটি কিনেছিলেন তার মা। তিনিই তা মেয়েকে দিয়েছিলেন চার্চের অনুষ্ঠানে পরার জন্য। কিন্তু, মেয়ে তা বেমালুম ভুলে গিয়েছিলেন। মেয়ের হাতব্যাগেই তা পড়েছিল। এর বেশ কয়েক মাস পরে একটি গয়নার দোকানে গিয়ে তা পরীক্ষা করাতেই বেরিয়ে আসে, এটি মোটেও সস্তার গয়না নয়। বরং বেশ দামি।

ইউরোপীয় কাটে অসংখ্য হিরা জড়ানো বিংশ শতাব্দীর ওই ব্রোচে রয়েছে একটি পান্না ও রুবি। এছাড়া, ১.৩৯ ক্যারাট ওজনের একটি বড়সড় মাইন-কাট হিরেও রয়েছে ওই ব্রোচে। শুধু কি তাই! ত্রিকোণ আকারের কলম্বিয়ার দেড় ক্যারাটের পান্না ছাড়াও আর রয়েছে একটি গোলাকার বার্মিজ রুবি। যার ওজন ০.৬০ ক্যারাট।

বনহ্যামস জানিয়েছে, ওই ব্রোচটি পরীক্ষা করেছেন জেমোলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকার বিশেষজ্ঞরা। তাঁরাও এর মূল্য যাচাই করেছেন। নিলামে ওঠার পর ভারতীয় মুদ্রায় যার দাম ছাড়িয়েছে ১৬ লক্ষেরও বেশি টাকায়!
আমেরিকায় বনহ্যামস নিলামঘরের তরফে সুজান অ্যাবেলেস বলেন, কী অপূর্ব গল্প না! এর থেকেই বোঝা যায়, সব জায়গাতেই অমূল্য সম্পদ ছড়িয়ে রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে