বুধবার, ২২ নভেম্বর, ২০১৭, ০৪:২০:৪০

ইনিই দেশের সবচেয়ে সুন্দরী মহিলা ক্রিকেটার, ভাইও কোটিপতি ক্রিকেটার!

ইনিই দেশের সবচেয়ে সুন্দরী মহিলা ক্রিকেটার, ভাইও কোটিপতি ক্রিকেটার!

এক্ক্লুসিভ ডেস্ক : সুন্দরী বোনের কোটিপতি ভাই। ভাই ভারতীয় ক্রিকেটমহলে বেশ পরিচিত মুখ। তার নামও ঘোরাফেরা করে ভারতীয় ক্রিকেটের অলিন্দে। হবে না-ই বা কেন! কোটিপতি ক্রিকেটার হলে তো তাঁর নাম ছড়িয়ে পড়বেই।

আইপিএল-এ গ্ল্যামার এবং টাকা মিলেমিশে একাকার। সেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নবম সংস্করণে পবন নেগির দাম উঠেছিল ৮.৫ কোটি টাকা। কোটি টাকার ক্রিকেটার হলে পরিবারের যাবতীয় দুঃখ-কষ্ট দূর হয়ে যায়।

গতবারের আইপিএল নিলামে মোহাম্মদ সিরাজ হয়েছিলেন কোটিপতি ক্রিকেটার। আইপিএল খেলে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। সিরাজের বাবা বলেছিলেন, ''ছেলে তো এখন আর আমাকে অটো চালাতেই দেয় না।'' সিরাজের বাবা আবার অটোরিকশ চালক।

পবন নেগিও মোহাম্মদ সিরাজের মতোই কোটিপতি ক্রিকেটার হয়েছিলেন। এহেন পবনের বোন ববিতা নেগিকে বলা হচ্ছে দেশের সবথেকে সুন্দরী মহিলা ক্রিকেটার। ক্রিকেটার ববিতার থেকে সুন্দরী ববিতা বেশি জনপ্রিয়। তার সৌন্দর্য নিয়ে কম চর্চা হয়নি। দিল্লির হয়ে খেলেছেন তিনি। ৪৬টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ববিতার। উইকেট সংগ্রহ করেছেন ৫৮টি।

বাঁ হাতি স্পিনার ববিতা কীভাবে এলেন ক্রিকেটে? এক সাক্ষাত্‍কারে ববিতাকে বলতে শোনা গিয়েছিল, ''ভাইকে খেলতে দেখেই আমিও ক্রিকেট খেলতে শুরু করে দিই।'' সেই শুরু। এখন ববিতা পরিণত ক্রিকেটার। ভারতীয় রেলওয়ের সিনিয়র ক্লার্ক হিসেবে কাজ করেন পবনের দিদি।

ববিতা এখন ভারতীয় রেলওয়ের সিনিয়র ক্লার্ক। পবন-ববিতারা আসলে উত্তরাখণ্ডের বাসিন্দা ছিলেন। তাদের বাবা পঞ্চাশ বছর আগে উত্তরাখণ্ড ছেড়ে দিল্লিতে চলে আসেন জীবিকার সন্ধানে। সেই থেকেই পবনরা দিল্লির বাসিন্দা হয়ে যান। নেগি পরিবার এখন দক্ষিণ দিল্লির সাদিক নগরের বাসিন্দা।
এমটিনিউজ/এসএস 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে