শনিবার, ১৯ মে, ২০১৮, ০৮:০১:৩৯

মেয়রের প্রিন্টারে ঘুঘুর বাসা!

মেয়রের প্রিন্টারে ঘুঘুর বাসা!

এক্সক্লুসিভ ডেস্ক: তুর্কি মেয়রের অফিসে ঢুকেই যে কেউ অবাক হয়ে যাবেন। মেয়রের টেবিলের পাশে প্রিন্টারের ওপর একটি ঘুঘু বসে আছে। ঘুঘটির পাশে বসেই রোজ অফিস করছেন ওসমানগাজী জেলার বুরসা শহরের মেয়র মুস্তাফা দানদার।

তুরস্কের ইংরেজি ভাষার দৈনিক হুরিয়েতে ডেইলি নিউজের বরাত দিয়ে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি খবর ও বেশকিছু ছবি পোস্ট করেছে।

ঘুঘু সাধারণত গাছ, ঝোপঝাড় কিংবা মাটিতে বাসা বাধে। কিন্তু অফিসের ভেতরে ঘুঘুর বাসা দেখে আশ্চর্য বনে গেছেন বুরসা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

মেয়রের অফিসের ভেতরে প্রিন্টার মেশিনের ওপর ঘুঘুটি বাসা বেধেছে। শিগগিরই ঘুঘুটি ডিম দেবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

তবে অফিসে এসে কোনো দর্শনার্থী যাতে ঘুঘুটিকে বিরক্ত না করে সে দিকে নজর রাখছেন মেয়র।

মেয়র ও তার কর্মচারীরা এখন ঘুঘুটির ডিম পাড়ার অপেক্ষায় আছেন। মেয়রের ভাষ্য, পৌরসভার ভেতরে বসবাসকারী প্রত্যেককেই সেবা দেয়া আমাদের কর্তব্য।

প্রতিদিনই মেয়রের অফিসের জানালা খুলতে হয়। এক্ষেত্রে অবশ্য সতর্কতা অবলম্বন করা হয়। কিন্তু কাউকেই ওই প্রিন্টার মেশিনটি ব্যবহার করতে দেয়া হয় না।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে