রবিবার, ২০ মে, ২০১৮, ০৪:৪৩:১৩

কীভাবে করবেন পাসপোর্ট?

কীভাবে করবেন পাসপোর্ট?

এক্সক্লুসিভ ডেস্ক: ঢাকায় ৫টি আঞ্চলিক পাসপোর্ট অফিস রয়েছে। এখান থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) করা যায়। এসব আঞ্চলিক কার্যালয় হল- আগারগাঁও, উত্তরা, সচিবালয়, যাত্রাবাড়ী ও ক্যান্টনমেন্ট। এসব এলাকার আওতায় স্থায়ী-অস্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তিরা পাসপোর্ট করতে পারবেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানেও পাসপোর্ট করা যায়।

আবেদন করবেন কীভাবে : পাসপোর্ট করার জন্য অনলাইন ও নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। আবেদনপত্র ২ কপি নির্ভুলভাবে পূরণ করতে হবে।

কী কী কাগজ লাগবে : ২ কপি পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্র দুটির উপর আঠা দিয়ে লাগিয়ে ১ম শ্রেণীর কর্মকর্তার মাধ্যমে সত্যায়িত করতে হবে। টাকা জমা দেয়ার রশিদের কপি মূল কপির উপরে আঠা দিয়ে লাগাতে হবে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, চেয়ারম্যান/কাউন্সিলরের সনদপত্র, বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কপিও লাগবে।

ফি কত লাগবে : কয়েকটি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। যেমন- ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া, ট্রাস্ট ব্যাংক ও সোনালী ব্যাংক। সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে ৩ হাজার ও ভ্যাট ৪৫০ টাকা। এটি পেতে সময় লাগবে ২১ দিন। আর্জেন্ট করতে হলে ৬ হাজার টাকা ও ৯০০ টাকা ভ্যাট। এটি পেতে সময় লাগবে ১১ দিন। সবকিছু ঠিকঠাক থাকলে আপনাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। তারপর আপনি পাসপোর্টটি আনতে পারবেন। আরও বিস্তারিত জানতে www.dip.gov.bd এ ওয়েবসাইট ভিজিট করুন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে