সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ০১:১৪:১৬

বাংলাদেশি পাসপোর্টে ১০০ দেশ ভ্রমণ

বাংলাদেশি পাসপোর্টে ১০০ দেশ ভ্রমণ

উত্তর আমেরিকা অফিস: কাজী আসমা আজমেরী বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের ১০০টি দেশ ঘোরার এক অনন্য রেকর্ড সৃষ্টি গড়েছেন। গেল সপ্তাহে তুর্কমিনিস্তান সফরের মাধ্যমে তার শততম দেশ সফরের আশাপূর্ণ হয়। বিশ্বের সব মহাদেশে গেছেন বাংলাদেশের মেয়ে কাজী আসমা।

আমেরিকা সফরের সময় ভয়েস অব আমেরিকার আহসানুল হককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কাজী আসমা বলেছিলেন, কিছু কিছু দেশে গিয়ে তার অনেক ভোগান্তি হয়েছে, বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। তবু বিশ্বকে ঘুরে ঘুরে দেখার ঐকান্তিক সাধনায় তিনি পিছিয়ে পড়েননি। 

তুর্কমিনিস্তান যাওয়ার আগে আজারবাইজান গেলে রাষ্ট্রদূত মাসুদ মান্নান তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান। দূতাবাস আয়োজিত ‘বাংলাদেশ উন্নয়ন বিষয়ক’ বিশেষ অনুষ্ঠানে কাজী আসমা বিশেষ অতিথি হিসেবে দেশের নানান অগ্রগতির কথা বিদেশি অতিথিদের সামনে উপস্থাপন করেন। 

শততম দেশ হিসেবে তুর্কমিনিস্তান সফরকালে বিভিন্ন সংবাদমাধ্যম তাঁর বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করে। কিছুদিন আগে চীন সফরের সময় চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে কাজী আসমাকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। নিউইয়র্ক সফরকালে স্থানীয় বাংলাভাষী দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল তাঁর বিভিন্ন দেশ ভ্রমণ নিয়ে ফলাও করে অনুষ্ঠান সম্পচার করে। তাঁর আজারবাইজান সফর নিয়ে একটি জার্মান বেতার একটি ফিচার প্রচার করে।

কাজী আসমা শুরু করেছিলেন থাইল্যান্ড দিয়ে। বিশ্বকাপ চলাকালে ৫০তম দেশ হিসেবে ব্রাজিল ভ্রমণকালে মাঠে বসে ফাইনাল খেলা দেখেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও পতাকাবাহী টিশার্ট বেশির ভাগ সময় পরে থাকতে দেখা যায় কাজী আসমাকে।

কাজী আসমা আজমেরী যখন ভয়েস অব আমেরিকায় যান, তখন এই সংবাদদাতার উপস্থিতিতে কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব রোকেয়া হায়দার তাকে আশীর্বাদ করে বলেছিলেন ‘তোমার এই অদম্য উৎসাহ ও উদ্দীপনার প্রতি রইল আমার আন্তরিক শুভকামনা’। 

তুর্কমিনিস্তান থেকে মুঠোফোনে আলাপকালে কাজী আসমা বলেছিলেন, ‘বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের এক শটি দেশ সফর করতে পেরে আমি গর্বিত। যেখানেই গিয়েছি আমার হৃদয়জুড়ে ছিল আমার সোনার বাংলাদেশ।’
সূত্র: প্রথম আলো

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে