মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৩৬:৪২

যে মাছ গাছে বাস করে

যে মাছ গাছে বাস করে

এক্সক্লুসিভ ডেস্ক : মাছ পানিতে থাকে এবং নিঃশ্বাস গ্রহন করে তাদের ফুলকার মাধ্যমে। ইংরেজিতে একটা প্রবাদ আছে ‘a fish out of water’ নামে। এই প্রবাদটি দিয়ে কোনো কিছুর বিচিত্র অবস্থা বোঝানো হয়। যেমন ধরা যাক, স্বাভাবিক দৃষ্টিতে মাছ পানিতে থাকে কিন্তু যদি মাছ পানি ছাড়াও বাঁচতে পারতো তাহলেই এই প্রবাদটি বলা হতো। তবে, আর যাই হোক পানি ছাড়া যে মাছ বাঁচতে পারে না এটা চিরসত্য ব্যাপার। যদিও এতক্ষন আমরা যে গড়পড়তা নিয়মকানুনের কথা বললাম তা সকল মাছের ক্ষেত্রে খাটলেও একদল মাছের ক্ষেত্রে কিছু খাটে না।

এই মাছদের সচরাচর মানুষ কিলফিশ নামেই চেনে। দেখতে মাত্র কয়েক ইঞ্চি আয়তনের এই মাছগুলোর একটি প্রজাতিকে আমরা বিভিন্ন অ্যাকুরিয়ামে দেখতে পাই এবং এদের দেখতেও খুব একটা বিচিত্র মনে হয় না। তবে মৎস্যবিজ্ঞানীদের দাবি, পৃথিবীর সবচেয়ে প্রাচীন মাছদের তালিকায় এই মাছ অন্যতম। কিন্তু এই মাছটি অন্য মাছদের থেকে ভিন্ন হওয়ার কিছু কারণ আছে। এর মধ্যে অন্যতম এদের প্রজনন প্রক্রিয়া। অধিকাংশ কিলফিশই অন্যান্য মাছদের মতো প্রজনন করে না। জন্মগ্রহনের পর সর্বোচ্চ এক বছরের মধ্যেই এরা মারা যায়। কিন্তু স্বাভাবিক হিসেব অনুযায়ী একটি কিলফিস জন্মানোর তিন মাস পরেই মারা যায়। অন্যান্য মাছদের মতো কিলফিশ শুধুমাত্র ফুলকার সাহায্যেই নিঃশ্বাস গ্রহণ করে না। এছাড়াও অন্য মাছরা যেমন পানিতে সাঁতার কাটে, কিলফিশরা সেখানে সাঁতার কাটার বদলে ঘোলা পানি অথবা কাঁদার মধ্যে ডুবে থাকতেই পছন্দ করে। এমনও দেখা গেছে যে, কিলফিশদের কিছু প্রজাতি পানি ছাড়া টানা দুই মাসও বাঁচতে পারে। শুধু তাই নয় অনেক কিলফিশ পানি থেকে ডাঙ্গায় ওঠে শিকারও করে থাকে। আরো আশ্চর্যের বিষয়, কিছু কিলফিশকে গাছে বাস করতেও দেখা গেছে।

মূলত আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে কিলফিশদের বসবাস। অগভীর পানি এবং যে অঞ্চলের পানি বিভিন্ন ঋতুতে ধারাবাহিকভাবে পরিবর্তিত হয় সেখানেই এই মাছেরা বাস করে। কিন্তু কিলফিশদের কিছু প্রজাতি আবার গভীর পানিতে বাস করতে পছন্দ করে। তবে সেই গভীরতার মাঝেও তারা কাঁদা এবং ঘোলাটে পরিস্থিতিকে বেছে নেয় জীবনযাপনের জন্য। আর এটাই সবচেয়ে আশ্চর্যের যে, কীভাবে কিলফিশ এরকম অগভীর পানিতে বাস করে এবং প্রজননের মতো জটিল কাজটি সমাধান করে।

সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে একটি বায়োলজিক্যাল জার্নালে এই মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। সেখানে দেখানো হয় যে, মূলত বর্ষা মৌসুমে যখন পানির আধারগুলো পূর্ণ থাকে তখনই কিলফিশরা ডিম পারে এবং পানির আধার শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তারা এই কাজ করতে থাকে। কিলফিশরা মাত্র এক বছরের জীবনচক্রে বাধা থাকলেও মৃত্যুর আগে তারা মাটির তলায় রেখে যায় তাদের ডিম এবং এই ডিমগুলো থেকে পরবর্তী বর্ষার ঋতুতে বাচ্চা বের হয়ে সেই একই জীবনচক্রের ভেতর দিয়ে যায়। সূত্র : ইন্টারনেট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে