বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৯:১৫

শীতে সুন্দর থাকার ৫ উপায়

শীতে সুন্দর থাকার ৫ উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : শীতে ফাটা ঠোঁট, শুষ্ক ত্বক, রুক্ষ চুল, কোল্ড ক্রিম....। এগুলোকেও সযত্নে এড়াতে পারবেন যদি কাজের ফাঁকে সময় বের করে নিজের একটু যত্ন নেন। তবে যত্ন নিতে হবে মরশুমের শুরুতেই। তাই কয়েকটি সহজ টিপস জানানো হল, যাতে আপনার 'শীত-সুন্দরী' হতে কোনও বাধা না থাকে!


১. সারাদিন হাত দুটোর উপর দিয়ে যতটা ধকল যায় ততটাও কি যত্ন নিই আমরা? কাজের ফাঁকে বা শেষে শিয়া বাটার বা জোজোবা অয়েল হাতে মাখতে পারলে পেলব হাত পাবেন।


২. শীতে সবার আগে ঠোঁট ফাঁটে। তাই একটু বেশিই নজর দিতে হয় এর প্রতি। একমাত্র লাইসিন (এক ধরনের অ্যামিনো অ্যাসিড) পারে গোলাপের পাপড়ির মতো নরম ঠোঁট দিতে। ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল আর কোকো বাটার সমৃদ্ধ লিপ বামে এই উপকরণ পাবেন। এছাড়া, খাবারের মধ্যে মাছ আর ডিমেও প্রচুর লাইসিন পাওয়া যায়।


৩. হিমেল হাওয়ায় চুল রুক্ষ চুল হয়ে যাচ্ছে? ঈষদুষ্ণ নারকেল তেল রোজ চুলে মাখতে পারলে রুক্ষ ভাব অনেকটাই কমবে।


৪. শীতে গরম জলে স্নান ভীষণ আরামের। কিন্তু এতে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়ে। সমস্যা এড়াতে তাই ঈষদুষ্ণ জলে স্নান সারুন।


৫. মসৃণ ত্বক পেতে নিয়মিত ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। বাইরে বেরনোর অন্তত আধঘণ্টা আগে সারা শরীরে-মুখে ময়েশ্চারাইজার মাখা উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে