মঙ্গলবার, ০৩ জানুয়ারী, ২০১৭, ০৬:০৩:৪১

আগুনে ধসে পড়েছে ডিসিসি মার্কেটের একাংশ

আগুনে ধসে পড়েছে ডিসিসি মার্কেটের একাংশ

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটের একাংশ আগুনে ধসে পড়েছে। এর আগে সোমবার দিবাগত রাত আড়াইটায় ওই মার্কেটে আগুন লাগে। সর্বশেষ রাত ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ মোদক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও নাভানা টাওয়ারের নিরাপত্তারক্ষী জানায়, দুইজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে কাঁচা বাজারে আগুন লাগে। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। মার্কেটের স্বর্ণের দোকান পর্যন্ত দোতলা ভবনের একাংশ ভেঙে পড়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে শত শত মানুষ ভিড় করে গুলশানে। মার্কেটের ব্যবসায়ীরাও এ খবর পেয়ে ছুটে আসে। এক ব্যবসায়ী বলেন, ‌‘কীভাবে আগুন লেগেছে কেউ বলতে পারবো না। এ পর্যন্ত অন্তত ৫শ দোকান পুড়ে গেছে। আরও কতো পুড়বে, সেটা আল্লাহই জানেন।’

এদিকে ডিসিসি মার্কেটের ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে বিলম্ব করছে। ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া হয়েছে বলে অভিযোগ তাদের। পুলিশের গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, পুলিশ রাস্তা ফাঁকা রেখে ফায়ার সার্ভিসকে নির্বিঘ্নে কাজ করার ব্যবস্থা করে দিচ্ছে। মার্কেটের সার্বিক নিরাপত্তা দেয়া হচ্ছে।-জাগোনিউজ

০৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে