সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭, ১২:৫৬:১০

ফাঁসির রায়ের পর যা বললেন আসামিপক্ষের আইনজীবীরা

ফাঁসির রায়ের পর যা বললেন আসামিপক্ষের আইনজীবীরা

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় আসামিরা রায়ে সংক্ষুব্ধ হলে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

সোমবার সকালে চাঞ্চল্যকার এই মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা একথা বলেন।

তবে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদি ও বাদিপক্ষের আইনজীবীরা। এই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্যানেল মেয়র নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি। তবে সাজা দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি।

এর আগে, সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে চার্জশিটে থাকা ৩৫ আসামির মধ্যে ২৬ জনের ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
১৬ জানুয়ারী, ২০১৭এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে