বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭, ০২:১৬:৫৪

গাজীপুরে মৃত পাগলের থলেতে হাজার হাজার টাকার ছড়াছড়ি!

গাজীপুরে মৃত পাগলের থলেতে হাজার হাজার টাকার ছড়াছড়ি!

গাজীপুর থেকে: গাজীপুরের জয়দেবপুর বাজার থেকে বুধবার মানসিক প্রতিবন্ধী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় মৃত ব্যক্তির থলে থেকে ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। তার নাম আ. কাদির (৭০)। তবে তার ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

জয়দেবপুর থানা পুলিশের এসআই মো. ফিরোজ উদ্দিন ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয়রা জানান, গাজীপুর শহরের জয়দেবপুর বাজার এলাকায় প্রায় ৩০ বছর আগে আব্দুল কাদির কাজের সন্ধানে আসেন। ১০-১২ বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি ওই বাজার এলাকায় থাকতেন ও ছেঁড়া কাপড়-চোপড় পড়ে ঘোরা ফেরা করতেন। সবাই তাকে কাদির পাগলা বলে চিনত।

বাজারের ব্যবসায়ীরা তাকে খাওয়া-দাওয়া করাত ও সহযোগিতা করতেন। মঙ্গলবার রাত ১১টার পর তিনি জয়দেবপুর মধ্যবাজারের সিরাজ মিয়ার দোকানের সামনে ঘুমিয়ে পড়েন। পরদিন (বুধবার) সকালে স্থানীয় ব্যবসায়ীরা তাকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে। এসময় লাশের সঙ্গে থাকা একাধিক থলে থেকে ভাঁজ করা ৪৫ হাজার ৭৪২ টাকা সুস্থ অবস্থায় (ব্যবহারযোগ্য) এবং বেশ কিছু ছেঁড়া ও ব্যবহার অনুপযোগী (বাতিল) বিভিন্ন মূল্যমানের নোট উদ্ধার করে। পরে ওই বাজারের ব্যবসায়ী ও শ্রমিক নেতাদের উদ্যোগে জানাজা শেষে তার লাশ বিকেলে গাজীপুর গোরস্থানে দাফন করা হয়। মৃতের পরনে ছেঁড়া লুঙ্গি রয়েছে।

জয়দেবপুর থানা পুলিশের ওসি আমিনুল ইসলাম জানান, আনুমানিক ৭০ বছর বয়সের ওই ব্যক্তি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তার কাছ থেকে প্রাপ্ত টাকাগুলো থানায় রক্ষিত আছে। তার আত্মীয়স্বজনদের সন্ধান পেলে ওই টাকা হস্তান্তর করা হবে।
২৭ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে