মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭, ০৭:২৬:৪৭

কাপাসিয়ায় আওয়ামীলীগ ও কৃষকলীগের পৃথক কর্মসূচি

কাপাসিয়ায় আওয়ামীলীগ ও কৃষকলীগের পৃথক কর্মসূচি

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : ১৫ আগষ্ট, জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা কৃষকলীগ সকল ইউনিয়নে পৃথক কর্মসূচি দিয়ে একযোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।

এ নিয়ে গত এক সপ্তাহ যাবত আওয়ামীলীগ ও কৃষকলীগ নেতৃবৃন্দের মাঝে নানা আশংকা কাজ করলেও শেষ পর্যন্ত তেমন কোন অঘটন ছাড়াই নিজ নিজ গন্ডিতে কর্মসূচি পালিত হয়েছে।

এছাড়া   উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি  পালিত হয়েছে। এসব অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ ও লালন করে মুক্তিযোদ্ধের চেতনা সর্বস্তরে এগিয়ে নেয়ার আহবান করা হয়।

কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার  দুপুরে  শহরে পুস্পস্তবক ও শোক র‌্যালী হয়। পরে উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে প্রয়াত আওয়ামীলীগ নেতা খালেদ খুররম সাহেবের বাস ভবন প্রাঙ্গণে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও গণভোজ অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল হালিম খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন আকন্দ,  অ্যাড, মাজহারুল ইসলাম সেলিম, রুহুল আমীন, মাহবুব উদ্দিন সেলিম, সাখাওয়াত হোসেন প্রমুখ।

অপর দিকে কৃষকলীগের উপজেলা ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আওয়ামীলীগের সভাস্থলের কাছাকাছি রাস্তার উল্টোদিকে সদর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা, কোরআন তেলাওয়াত ও গণভোজ অনুষ্ঠিত হয়।

সভাপতি শাকিল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তোতা মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মোতাহার হোসেন মোল্লা, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য নাজমূল হাসান চৌধূরী পিন্টু, গাজীপুর জেলা কৃষকলীগের সভাপতি আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, উপজেলা কৃষকলীগের সভাপতি আইন উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু প্রমূখ।  

এছাড়া উপজেলার সন্মানিয়ার আড়াল দক্ষিনগাঁও মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলম আহমদের উদ্যোগে, এগারোটি ইউনিয়নের, রায়েদ বেলাশী কোঠামনি বাজার, টোক বাজার, তরগাঁও হাসপাতাল মোড়, বারিষাব, চাঁদপুর, দুর্গাপুর, ঘাগটিয়া, সিংহশ্রী সহ বিভিন্ন ওয়ার্ডে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালন করা হয়।

সকাল ১০টায় কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউ এন ও মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, উপজেলা সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষ্যে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমন্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়, গাজীপুর ক্যাডেট একাডেমি, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়চালা আমীর উদ্দীন দাখিল মাদরাসা, কেন্দুয়াব সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজলী দিঘীর পার সরকারি প্রাথমিক বিদ্যালয়, লোহাদী উচ্চ বিদ্যালয়, কুহিনুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, ঈদগাহ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবস পালন করা হয়।  

লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানার সভাপতিত্বে বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া ও আলোচনা সভা হয়। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. আবদুস সালাম সরকারের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে।  উপজেলার ৯৯ ওয়ার্ডে শোক দিবস পালন করা হয়। বেলাশী কোঠামনি বাজারে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে আঃ হাই  মৌলভী সভাপতিত্বে আওয়ামীলীগ ও তাঁর অঙ্গসংগঠন নেতাকমীর্রা উপস্থিত ছিলেন।

উল্লেখ, কাপাসিয়ায় শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে আওয়ামীলীগ কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। আওয়ামীলীগ ও কৃষকলীগ আলাদা কর্মসূচি দিতে পারে এ নিয়ে আগষ্ট মাসের শুরু থেকেই শহর জুড়ে ব্যাপক আলোচনা ছিল।

স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি’র নেতৃত্বে আওয়ামীলীগ আর কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা’র নেতৃত্বে কৃষকলীগ র্দীঘ দিন যাবত পৃথক কর্মসূচি দিয়ে বিভিন্ন দিবস পালন করছে। সম্প্রতি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন আহমদের অপর কন্যা মেহজাবিন মিমি ও তাঁর ভাগিনা শিল্পপতি আলম আহমদ পর্দার অন্তরালে অর্থ যোগান দিচ্ছেন।

গত ১৪ আগষ্ট মরিয়ম ফাউন্ডেশনের কর্নধার আলম আহমদ তার গ্রামের বাড়ি মরিয়ম ভিলেজে উপজেলা কৃষকলীগের ১১টি ইউনিটকে ২২ টি গরু, চাল, ডাল, তেল, মসলাসহ গণভোজের যাবতীয় সরঞ্জামাদী সরবরাহ করেছেন। এতে করে কাপাসিয়ার আওয়ামীলীগের দ্বিধাবিভক্তি প্রকাশ্যে রুপ নিয়েছে।  
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে