বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭, ০৯:০৮:১৪

না.গঞ্জে ৭ খুন মামলার পিপি ওয়াজেদ আলীর মেয়ের মুখে বিষ দিয়ে হত্যাচেষ্টা

না.গঞ্জে ৭ খুন মামলার পিপি ওয়াজেদ আলীর মেয়ের মুখে বিষ দিয়ে হত্যাচেষ্টা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার আপিলের রায়ের মাত্র একদিন পর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকনের মেয়ের মুখে জোর করে বিষ দেওয়া অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ ক্লাবের বিপরীতে একটি কোচিং সেন্টার থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।

জেলা আদালতে পিপি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, তার মেয়ে নারায়ণগঞ্জ এডিসি ইন্টারন্যাশনাল স্কুলের এ লেভেলের ছাত্রী। বুধবার সন্ধ্যায় ওই এলাকার তৌফিক ম্যাথস নামে একটি কোটিং সেন্টারে পড়তে যান।

সেখান থেকে বের হওয়ার সময় কয়েকজন যুবক মিষ্টি খাওয়ার কথা বলে জোরপূর্বক তার মুখে কিছু একটা পুড়ে দেয়। এরপরই প্রাপ্তি অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করেন অ্যাডভোকেট খোকন।

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেনশাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসকদের পরামর্শে মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. একেএম তারেক বলেন, স্বজনদের বক্তব্য অনুযায়ী মেয়েটির স্টমাক পেট করা হয়েছে। তাকে হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে মেয়েটি শঙ্কামুক্ত।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে