শুক্রবার, ০৩ নভেম্বর, ২০১৭, ১১:৫১:৩৫

দাওয়াত তো দূরের কথা, বিপিএলের একটা টিকেটও পাইনি: কয়েস লোদী

দাওয়াত তো দূরের কথা, বিপিএলের একটা টিকেটও পাইনি: কয়েস লোদী

রাহিব ফয়ছল, সিলেট ব্যুরো:  'আমি একজন জনপ্রতিনিধি, আমি সিলেট সিটি কর্পোরেশনের যে ওয়ার্ডের কাউন্সিল সে ওয়ার্ডের পাশেই অনুষ্ঠিত হচ্ছে ৫ম বিপিএল এর আসর। চার দিনে ৮টি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
খেলা উপলক্ষে নিজের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, অনুসারীরাসহ অনেকেই ফোন করছেন একটা টিকেটের জন্য। কিন্তু আমি কাউকেই বুঝাতে পারছি না যে সিলেটে বিপিএল আয়োজকরা আমাকেই দাওয়াত দেয়নি। খুবই দুঃখ পেয়েছি ব্যাপারটা নিয়ে।

এমনটাই বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিল ও প্যানেল মেয়র(১) রেজাউল হাসান কয়েস লোদী।

জানা যায়, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) নামমাত্র কিছু টিকেট নির্ধারিত স্থানে বিক্রি হলেও বেশির ভাগ টিকেট কালোবাজারিদের পকেটে।

সিলেট বিভাগীয় স্টেডিয়ামের খেলার টিকিট বিক্রি নিয়ে ১ নভেম্বর মিডিয়ার তোপের মুখে পড়ে কালোবাজারিরা। এরই জেরে কোন নোটিশ ছাড়া সাংবাদিকেদের স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হয়নি বৃহস্পতিবার সারাদিন।

লোদী আরো বলেন, সিলেটের বিপিএল আসরকে পুরোটাই বয়কট করেছে সিলেটবাসী শুধুমাত্র তাদের অনিয়ম আর অব্যবস্থাপনার জন্য। যারা ব্যবস্থানা করছে তারা মূল্যায়ন করছে না কাউকেই। এটা শুধু আমার অভিযোগ নয়, সিলেটের সর্বমহলেই ক্ষোভের বিরাজ করছে এই বিপিএল অব্যবস্থাপনা নিয়ে।

সংশ্লিষ্ট ব্যাপারে জানতে বিসিবি পরিচালক শফিউল আলম নাদেলকে বারবার মুঠোফোনে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে