রবিবার, ২০ মে, ২০১৮, ১০:৫১:১৫

এমবিবিএস ঢাকায়, পিএইচডি জাপানে, অবশেষে ধরা!

এমবিবিএস ঢাকায়, পিএইচডি জাপানে, অবশেষে ধরা!

নিউজ ডেস্ক: চেম্বার খুলে রীতিমতো ‘বিশেষজ্ঞ ডাক্তারি’ শুরু করেছিলেন আশরাফ উদ্দিন জুলফিকার। তার ব্যবহৃত প্যাডে লেখা, ‘এমবিবিএস (ঢাকা), পিএইচডি (জাপান), পোষ্ট ডক্টরাল ফেলো অব জাপান, এক্স অনারারী সার্জন মেডিসিন ও কিডনী বিভাগ, পিজি হাসপাতাল,ঢাকা।’

বিশাল এই পরিচয় নিয়ে আশরাফ উদ্দিন রোগী দেখতেন ময়মনিংহের ভালুকা উপজেলায় ‘নিউ সেবা হসপিটাল অ্যান্ড ল্যাব’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তবে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা তাকে ধরে ফেলেন। ভুয়া ডাক্তার জানতে পেরে গতকাল শুক্রবার রাতে পুলিশ তাকে আটক করে।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’র সভাপতি আসাদুজ্জামান সুমন বলেন, ‘একটি সূত্রে আমরা জানতে পারি, আশরাফ উদ্দিন জুলফিকার আসলে ভুয়া ডাক্তার। পরে আমার সংগঠনের কয়েকজনকে নিয়ে ওই ডাক্তারের কাছে গিয়ে তার বিএমডিসি রেজিস্ট্রার নম্বার জানতে চাই। তিনি জানান, ১৪৫০১। তাৎক্ষণিক আমরা ওই নাম্বারটি গুগলে সার্চ দিয়ে জানতে পারি, ওই নাম্বারটি সিরাজগঞ্জের খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক আশরাফ উদ্দিন মল্লিকের।’

আসাদুজ্জামান সুমন আরও বলেন, ‘এ কথা প্রমানিত হওয়ার পর ওই ভুয়া ডাক্তার আমাদের হাতে পায়ে ধরতে থাকে এবং নিজেকে একজন ভুয়া ডাক্তার হিসাবে স্বীকার করে। আমাদের লোভনীয় অফারও দেন। কিন্তু আমরা তার কোনো কথা না শুনেই তাকে ভালুকা মডেল থানায় সোর্পদ করি।’

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, আটক আশরাফ উদ্দিন জুলফিকার একজন প্রতারক। তিনি বিভিন্ন জায়গায় ডাক্তার পরিচয় দিয়ে চেম্বার করেন। তার বাড়ি বাগেরহাটের মোরলগঞ্জ থানার নিশানবাড়ীয়া গ্রামে। তিনি গাজীপুরের জৈনা বাজার এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে