মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ০৮:০৮:৫৯

গাজীপুরবাসী ৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেননি: হাসান সরকার

গাজীপুরবাসী ৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেননি: হাসান সরকার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি ও অনিয়মের অভিযোগ করে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেছেন, ‘গাজীপুরবাসী ৮০ বছরের ইতিহাসে এমন ভোট ডাকাতি দেখেননি।’

মঙ্গলবার (২৬ জুন) বিকেলে ভোট গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার দুপুর ১টার দিকে গাজীপুর জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

হাসান উদ্দিন সরকার বলেন, সকাল থেকে এ পর্যন্ত শতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সিল মারা হয়েছে। তাই নির্বাচন বন্ধ করতে হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনে আমি এখনই লিখিত অাবেদন করব।

তাহলে নির্বাচন বর্জন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, নির্বাচন বর্জন করব না। তবে নির্বাচন কমিশনকে বলছি তারা যেন নির্বাচন বন্ধ করেন। নইলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে