শুক্রবার, ১০ মার্চ, ২০১৭, ১২:৪৩:৩৬

‘সবাই ইসলামি ঐক্য চায়! কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা কারো কাছে নেই’

‘সবাই ইসলামি ঐক্য চায়! কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা কারো কাছে নেই’

ইসলামিক নিউজ: বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক ইসলামী ঐক্যের ডাক দিয়ে বলেছেন, সবাই ইসলামি ঐক্য চায়! কিন্তু ঐক্যের জন্য সুনির্দিষ্ট কোন পরিকল্পনা কারো কাছে নেই।

তিনি বলেন, এখানে ব্যতিক্রম বাংলাদেশ খেলাফত যুব মজলিস। এটি প্রতিষ্ঠার পর থেকে বৃহত্তর ইসলামি ঐক্যের কার্যকর প্রয়াস চালিয়ে যাচ্ছে।

এই কারণে তিনি সংগঠনের নেতা-কর্মীদের ইসলামী ঐক্যের জন্যে প্রয়োজনে সংগঠনের ব্যানার এবং নাম বিসর্জন দেওয়ার জন্যে প্রস্তুত থাকারও আহ্বান জানান। গতকাল বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ময়মনসিংহ বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুব মজলিস খ-শাখার কেন্দ্রীয় সভাপতি ছাত্র নেতা মুহাম্মাদ জাহিদুজ্জামান, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য জননেতা জনাব মুহসিন ভুঁইয়া, যুব মজলিস খ-শাখার কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আল আবিদ শাকির, সম্মেলনের সভাপতি মাওলানা রেজাউল করীমসহ কেন্দ্র এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার অনন্য নেতৃবৃন্দ।
১০ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪ডটকম/আ শি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে