শনিবার, ২১ অক্টোবর, ২০১৭, ০৫:৩৯:৪৭

স্পেশাল এসি বাস উদ্বোধন করলেন আশরাফুল

স্পেশাল এসি বাস উদ্বোধন করলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক :   আগামী বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ যোগাতে স্টারলাইন স্পেশালের নতুন ডিজাইনের এসি বাসের উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি ফেনী শহরের এসএসকে সড়কের স্টারলাইন কমপ্লেক্সে ফিতা কেটে বাসগুলোর উদ্বোধন করেন জনপ্রিয় ক্রিকেটার এবং বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

ফেনী জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. গোলাম নবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন।

এসময় ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম গিটার, নজরুল ইসলাম স্বপন মিয়াজি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল, ইয়ূথ জার্নালিস্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি তানভীর আলাদিন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান খান, সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, মোহাম্মদ শাহাদাত হোসেন, সাবেক সাধারন সম্পাদক শুকদেব নাথ তপন, যতন মজুমদার, ফেনী প্রেসক্লাব (একাংশ) সভাপতি,

রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল করিম, পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, মাহতাব উদ্দিন মুন্না, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন, পরিচালক হাজী আবু বক্কর ছিদ্দিক, হাজী নুরুল আলম, জামাল উদ্দিন, মাহমুদুল হক চৌধুরী মনির, মাঈন উদ্দিন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধূরী,

জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি কেবিএম জাহাঙ্গীর আলম, সদস্য জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, বাহার উদ্দিন বাহার, আজম চৌধূরী, জেলা জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল হোসেন, জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারন সম্পাদক মো. শাহীন,

সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম ভূঞা, ক্রিকেট এসোসিয়েশন ফেনী’র সভাপতি ইমন-উল হক, ফ্রেন্ডশিপ ক্লাবের সভাপতি চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব, সাধারন সম্পাদক শরীফুল ইসলাম অপু, ইতিবাচকের প্রধান সমন্বয়ক নাসিম আনোয়ার জাকি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এখলাস উদ্দিন খোন্দকার বাবলু।

স্টারলাইন গ্রুপের ডিরেক্টর অব মার্কেটিং মাইন উদ্দিন বলেন, ‘ফেনীর আধুনিক গণ-পরিবহন ব্যবস্থায় পথপ্রদর্শক স্টারলাইন। অনেক আগে থেকেই শীতাতপ নিয়ন্ত্রিত বাস আমাদের বহরে থাকলেও নতুন এই বিলাসবহুল এসি বাসগুলো আমাদের গ্রাহক সেবায় নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি। স্টারলাইন গ্রুপ প্রথমে ফেনী ভিত্তিক একটি শিল্পগোষ্ঠী হিসেবে যাত্রা শুরু করলেও ক্রমান্বয়ে আমরা সারা দেশে ছড়িয়ে পড়ছি এখন।

তারই ধারাবাহিকতায় আমাদের ফুড প্রোডাক্টস এখন সারাদেশে এভেইলেবল করার প্রসেস আমরা শুরু করেছি এবং এই বিলাসবহুল এসি বাসগুলোকেও আমরা শুধু ঢাকা-ফেনী রুটে সীমাবদ্ধ না রেখে বরং ঢাকা-কক্সবাজার রুটে চালানোর নির্দেশনা দিয়েছি। এতে করে ফেনী-চট্টগ্রাম ছাড়াও দেশের অন্যান্য অঞ্চলের মানুষের কাছেও আমরা আমাদের সেবা পৌঁছে দিতে পারবো।’

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে