শনিবার, ০৬ জানুয়ারী, ২০১৮, ০৫:২৯:৩৫

স্মিথ করলে দোষ না, তামিম করলেই দোষ!

 স্মিথ করলে দোষ না, তামিম করলেই দোষ!

স্পোর্টস ডেস্ক: অ্যাশেজ সিরিজের ৪র্থ টেস্ট।  বক্সিং ডে টেস্ট ম্যাচ।  এমসিজি।  দর্শক প্রায় ৭০০০০।  স্বাগতিক অধিনায়ক স্টিভ স্মিথ প্রেস কনফারেন্সে প্রতিপক্ষ ইংলিশ মিডিয়ার সামনে এমসিজির উইকেটকে 'ম্যাড়ম্যাড়ে ' আখ্যা দিলেন।  উইকেটে ঘাস,বাউন্স,গতি না থাকায় হতাশা প্রকাশ করলেন। সমালোচনা করলেন,'এমন উইকেটে আরো ৫ দিন খেলা হলেও হয়ত উইকেটের কোন পরিবর্তন হত না'। এটুকুতেই থামেন নি স্মিথ।

সমালোচনা করেছেন এর আগে গ্যাবার উইকেট নিয়েও।  সাগতিক কাপ্তানের এই বক্তব্যের জের ধরে ইংলিশ মিডিয়ায় রীতিমতো তোলপাড় চলছে। চলছে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুণ্ডুপাত।  এরপরো সিএ নিশ্চুপ।  স্মিথকে নিয়ে তারা একটা টুঁ শব্দটুকুও করে নি।

স্মিথ করেছেন অ্যাশেজের মতো একটা ইন্টারন্যাশনাল সিরিজ নিয়ে সমালোচনা।  কিন্তু বিপিএলের মতো ঘরোয়া লীগে সমালোচনা করেও জরিমানার মাশুল গুনেছেন বাংলাদেশের তামিম ইকবাল।  তাও স্মিথের মতো এমন খোলামেলা সমালোচনা অরেননি তামিম।

শুধু বলেছিলেন বিপিএলের উইকেট আরো স্টান্ডার্ড হওয়া উচিত।  আর সেটাতে তামিমের পকেট থেকে দিতে হবে ৫ লাখ টাকার জরিমানা।  আর তামিম বাংলাদেশে ক্রিকেটার বলেই তা সম্ভব।  
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে