শুক্রবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:২৬:৫৫

কখন থামবে শ্রীলঙ্কা?

কখন থামবে শ্রীলঙ্কা?

স্পোর্টস ডেস্ক: আগের দিন সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভা তৃতীয় দিনের সকালে হয়ে উঠলেন আগ্রাসী। ৮৩ রান নিয়ে শুরু করা কুশল মেন্ডিস তিন অঙ্ক ছুঁলেন সময় নিয়ে। যেভাবে দুজনে ব্যাট করছেন তাতে লঙ্কানদের স্কোর কত বড় হবে, সেই চিন্তাই করতে হচ্ছে বাংলাদেশকে। কখন থামবে শ্রীলঙ্কা?

তৃতীয় দিনের প্রথম সেশনেও দুজনের প্রতিরোধ ভাঙতে পারেনি বাংলাদেশি বোলাররা। বাংলাদেশের জন্য কঠিন পরিস্থিতির পূর্বাভাস রেখে দ্বিতীয় দিন শেষ করেছিলেন কুশল ও ধনঞ্জয়া। তাদের ১৮৭ রানের জুটি পৌঁছে গেছে ২৯৫ এ। শূন্য রানে করুনারত্নে সাজঘরে ফেরার পর যে জুটি গড়েছিলেন কুশল-ধনঞ্জয়া সেটি এখনও অবিচ্ছিন্ন। বাংলাদেশের প্রথম ইনিংসকে চ্যালেঞ্জ জানাতে যথেষ্ট প্রমাণ করা জুটি সময়ের সঙ্গে হচ্ছে ভয়ঙ্কর।

ধনঞ্জয়া ডি সিলভা ক্যারিয়ার সেরা ১৭০ রানে অপরাজিত। আজই ২৩ বছরে পা রাখা কুশল মেন্ডিস অপরাজিত ১২৫ রানে।

দুই বাঁহাতি স্পিনার তাইজুল-সানজামুলের ভাল বলগুলো সোজা ব্যাটের ডিফেন্সে রোধ করে গেছেন লঙ্কান জুটি। লুস বল করেছেন সীমানাছাড়া।

প্রথম ঘণ্টায় ১৫ ওভার খেলে ৫৮ রান তোলে শ্রীলঙ্কা। পরের ১৬ ওভারে ৫০। প্রথম সেশনে ৩১ ওভার খেলে সফরকারীরা তুলেছে ১০৮ রান।
২ ফেব্রুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে