সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮, ১০:৫৫:৫২

পেয়াঁজের মূল্য এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে : তোফায়েল

পেয়াঁজের মূল্য এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে : তোফায়েল

নিউজ ডেস্ক :  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন. স্থানীয় বাজারে মূল্য ক্রমশঃ হ্রাস পেয়ে পেয়াঁজের মূল্য এখন স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে । আজ সোমবার সংসদে সরকারি দলের সদস্য মো. আবদুল্লাহ’র লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উদ্যোগের ফলে এবং দেশে নতুন পেঁয়াজের উৎপাদন শুরু হওয়ায় পেঁয়াজের দাম হ্রাস পেয়েছে। মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পেয়াঁজের মূল্য স্থিতিশীল করার জন্য ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেয়াঁজ আমদানির ব্যবস্থা নেয়াসহ বিপণন ব্যবস্থায় সরকারের নজরদারী বৃদ্ধি করাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

তোফায়েল আহমেদ বলেন, সরকারের পক্ষ থেকে পেঁয়াজ আমদানিকারক ও ঢাকার বিভিন্ন পাইকারী বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয় সভা করে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে