সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ০৮:৪৪:৩৬

আপনার সিমটি 4G কিনা যেভাবে জানতে পারবেন

আপনার সিমটি 4G কিনা যেভাবে জানতে পারবেন

এক্সক্লুসিভ ডেস্ক : ফোরজি যুগে প্রবেশ করলো বাংলাদেশের মোবাইল ফোন প্রযুক্তি। সোমবার সন্ধ্যায় দেশের চার মোবাইল ফোন অপারেটরকে সরকারের পক্ষ থেকে ফোরজির লাইসেন্স হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

গ্রাহকের সিমটি ফোরজি কি না তা জানা যাবে মোবাইল ফোন অপারেটরগুলোর দেওয়া নম্বরে এসএমএসের মাধ্যমে।

গ্রামীণফোন ব্যবহারকারীরা *১২১*৩২৩২# ডায়াল করলে ফিরতি এসএমএসে পেয়ে যাবেন তার সিমটি ফোরজি কি না।

রবির গ্রাহকরা *১২৩*৪৪# ডায়েল করলে এবং বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি ম্যাসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।

গ্রাহকের সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় দেশের চার মোবাইল ফোন অপারেটরকে সরকারের পক্ষ থেকে ফোরজির লাইসেন্স হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।  সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর ঢাকা ক্লাবে চারটি মোবাইল ফোন অপারেটরকে এ সেবা দেওয়া হয়।

গ্রামীণফোন, টেলিটক, বাংলালিংক ও রবির প্রতিনিধিদের হাতে ওই লাইসেন্স তুলে দেন বিটিআরসির চেয়ার‌ম্যান শাহজাহান মাহমুদ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি, রবি আজিয়াটা লিমিটেডের এমডি অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস এবং টেলিটকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক কাজী গোলাম কুদ্দুস লাইসেন্স গ্রহণ করেন। এর পরপরই গ্রামীণফোন, বাংলালিংক ও রবির ফোরজি সেবা চালু হয়ে যায়।

ফোরজি চালু হওয়ায় ইন্টারনেটের গতি অনেক বাড়বে বলে জানাচ্ছেন টেলিকম খাত সংশ্লিষ্টরা। অপারেটররা বলছে, এই সেবা চালুর মানে হল ‘ইন্টারনেট এক্সপ্রেসওয়েতে’ উঠে যাওয়া। দেশের ইন্টারনেট গ্রাহকরা এখন ধীর গতির ভোগান্তি থেকে মুক্তি পাবেন।

গ্রামীনফোন কর্মকর্তারা জানান, এই মুহূর্তে দুটি শহরে ১০০' সাইটে (বিটিএস) তাদের ফোরজি সেবা চালু রয়েছে। রবির ফোরজি সেবা চালু হয়েছে সাতটি শহরে ১৭৯ সাইটে (বিটিএস) এবং বাংলালিংক ফোরজি সেবা দিচ্ছে চার শহরে ২০০ সাইটে (বিটিএস)। এদিকে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক লাইসেন্স পেলেও ফোরজি সেবা এখনও চালু করতে পারেনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে