সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৫৭:১১

বিএনপির ৬৩৯ নেতা-কর্মীর আগাম জামিন

বিএনপির ৬৩৯ নেতা-কর্মীর আগাম জামিন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে ময়মনসিংহ, নেত্রকোনা, কুমিল্লাসহ বিভিন্ন থানায় দায়ের করা ১৯টি মামলায় বিএনপি ৬৩৯ নেতা-কর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এসব নেতা-কর্মী আদালতে সশরীরে হাজির হয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের পৃথক দুটি ডিভিশন বেঞ্চ আজ তাদের আগাম জামিন মঞ্জুর করেন।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সাথে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।

এ বিষয়ে ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী সাংবাদিকদের বলেন, গত ৮ ফেব্রুয়ারি সোনারগাঁও উপজেলার চেয়ারম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ তিনটি নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় ৭৫ জনের আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এছাড়াও নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া থানায় দায়ের করা নাশকতার ছয় মামলায় বিএনপির ৪৪৭ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসাথে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নাসহ ৭৫ জনকে নাশকতার তিন মামলায় ১০ এপ্রিল পর্যন্ত আগাম জামিন দেন হাইকোর্ট।

সব মিলিয়ে মোট ১৯টি মামলায় আজ দুপুর পর্যন্ত বিএনপির ৬৩৯ জন নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন আবেদনকারীদের অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
এমটি নিউজ/আ শি/এএস

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে