সোমবার, ১৮ জুন, ২০১৮, ০৯:৪৩:০৪

আগামী তিনদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে

আগামী তিনদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে

নিউজ ডেস্ক: আগামী তিনদিন আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে অভ্যন্তরীণ সতর্কতা সংকেত দেখানোর পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। এছাড়া সমুদ্রবন্দরে কোনো সতর্কতা সংকেত নেই।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর ও সাতক্ষীরা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজৃসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

ঢাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে