রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ০১:১৪:৫৫

পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ’সরকারের কাজই হলো জনগণের সেবা করা। জনসেবা নিশ্চিত করতেই প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করার পদক্ষেপ নিয়েছে সরকার। পুলিশের ওপর মানুষের আস্থা বেড়েছে। দেশকে উন্নত করতে গেলে শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হবে।‘

আজ রোববার সকালে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ’মেট্রোপলিটন পুলিশ সেবার আওতায় এই দুই এলাকার মানুষের নিরাপত্তা বাড়বে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ’বাংলাদেশে পুলিশ বাহিনীর সদস্যরা সবচেয়ে বেশি কষ্ট করেন। এজন্য সরকার পুলিশ বাহিনীর উন্নয়ন ও সুবিধার জন্য বিভিন্ন কর্মকাণ্ড হাতে নিয়েছে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে