মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮, ১২:৫৮:৪৯

জাতিসংঘে কী বলেছেন, জানালেন ফখরুল

জাতিসংঘে কী বলেছেন, জানালেন ফখরুল

নিউজ ডেস্ক: বাংলাদেশে বর্তমান অবস্থা জাতিসংঘের কাছে তুলে ধরেছেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা জানান। জাতিসংঘ থেকে দেশে ফেরার পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে কথা বললেন বিএনপি মহাসচিব।

রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। ফখরুল বলেন, ‘জাতিসংঘের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলেছি। তারা এ ব্যাপারে যা জানতে চেয়েছে, সেগুলো আমরা জানিয়েছি।’

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে জাতিসংঘের মনোভাব কেমন- এ প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আলোচনা করেছি, সমস্ত বলেছি। ওনারা বিষয়গুলো দেখবেন বলেছেন। ’

জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তার এই সফর হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা পরিষ্কার যে, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। যেহেতু কফি আনান (সাবেক সেক্রেটারি জেনারেল) সাহেবের শেষকৃত্য অনুষ্ঠান ছিল। আমরা জাতিসংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন অ্যাসিটেন্ট সেক্রেটারি জেনারেল তার সঙ্গে কথা বলেছি।’

ফখরুল বলেন, ‘আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জাতিসংঘের যে চার্টার আছে সেই চার্টারের মধ্যে পরিষ্কার বলা আছে, সদস্য দেশের সরকার, বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের যে কেউ তাদের যেকোনো বিষয় উত্থাপন করতে পারে।’

লন্ডনে তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ হয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে দেখা হয়েছে। আলোচনা হয়েছে দেশের পরিস্থিতি সম্পর্কে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে