বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮, ০৪:৪৭:৪৪

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন আহমাদ শফী

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন আহমাদ শফী

নিউজ ডেস্ক: কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্সের সমমান প্রদান বিল ২০১৮ জাতীয় সংসদে পাস করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আল-হাইয়াতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের আমির শাহ্ আহমাদ শফী। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদ যে বিল পাস করেছে তা ইতিহাস হয়ে থাকবে।

বিবৃতি আহমাদ শফী বলেন,  কওমি মাদ্রাসার  অনুসৃত মূলনীতি অক্ষুণ্ন রেখে এবং কোনোরকম প্রশাসনিক কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত রেখে দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স ডিগ্রির সমমান প্রদানের প্রশ্নে প্রধানমন্ত্রীর পরিপূর্ণ সমর্থন ও সহযোগিতাই বড় ভূমিকা রেখেছে।

আহমাদ শফী বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংসদে গৃহীত এ বিল যুগান্তকারী এবং ঐতিহাসিক। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে বাংলাদেশে কোরান সুন্নাহর শিক্ষা স্বীকৃতি পাচ্ছে এবং কওমি  অঙ্গনের অসংখ্য ছাত্র-ছাত্রী উপকৃত হবে। দ্বীনি শিক্ষা, দাওয়াত, জাতির মানবিক ও নৈতিক উন্নতির ক্ষেত্রে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ মান প্রদানের বিষয়টি অনেক আনন্দদায়ক ও খুশির খবর। এর মাধ্যমে কওমি শিক্ষার্থীদের দ্বীনি খেদমতের পরিধি আরও বিস্তৃত হবে।

তিনি শিক্ষামন্ত্রীসহ মন্ত্রিসভা, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, শিক্ষা সচিবসহ  বিলটি পাস করার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছেন তাদের  প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে