বুধবার, ২১ নভেম্বর, ২০১৮, ০৯:৪৬:০৪

শেখ হাসিনার সবুজ সংকেত পেলেই বিএনপির নেতাকর্মীরা আ.লীগে যোগ দেবে: ওবায়দুল

শেখ হাসিনার সবুজ সংকেত পেলেই বিএনপির নেতাকর্মীরা আ.লীগে যোগ দেবে: ওবায়দুল

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবুজ সংকেত পেলেই বিএনপির অনেক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেবে। বুধবার সকালে সাংবাদিককের সঙ্গে আলাপকালে বিএনপিকে যেকোনো অভিযোগ তথ্য-প্রমাণসহ উপস্থাপনের আহ্বান জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আরো বলেন, বিএনপি বিদেশীদের কাছে নালিশ করছে- বিদেশীদের কাছে নালিশ করলে সম্মান বাড়ে না বরং কমে। তারা এই নালিশ করার মাধ্যমে দেশকে ছোট করছে।

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখনও ক্লিয়ারেন্স পাইনি। অনেকেই আওয়ামী লীগে যোগ দিতে অধীর আগ্রহ অপেক্ষা করছে। যদি নেত্রী (শেখ হাসিনা) একটু ইঙ্গিত, ক্লিয়ারেন্স কিংবা সবুজ সংকেত দেন। তাহলে বিএনপির বিপুল নেতাকর্মীর যে স্রোতধারা তা আওয়ামী লীগ অভিমুখে যাত্রা করবে। সেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কখনও চিন্তাও করতে পারেনি।

তিনি আরো বলেন, ‘ড. কামাল হোসেন, সুলতান মনসুর, মান্না- উনারা তো আওয়ামী লীগ ছিল, তারা ওপাশে (বিএনপি) গিয়েছে। সবার অধিকার আছে এদিক থেকে ওদিকে যাওয়া এবং আসার। নির্বাচনকালে এরকম দৃশ্যপট নতুন নয়।’

আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আসন বন্টন চূড়ান্ত হয়নি। এলরেডি আমরা মৌখিকভাবে ১৪ দল এবং জাতীয় পার্টি এ ব্যাপারে কথা বলেছি।’ ‘মনোনয়ন কাজ এগিয়ে যাচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণা বাকি আছে। কিছু প্রস্তুতি আছে, আনুষ্ঠানিক তালিকা তৈরির করার বাকি আছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে