সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ০৮:৫৫:৩৭

বিএনপির চেয়ে এগিয়ে আওয়ামী লীগ

 বিএনপির চেয়ে এগিয়ে আওয়ামী লীগ

বিশেষ সংবাদদাতা: আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর মধ্যে দিয়ে বেজেছে একাদশ জাতীয় নির্বাচনের ভোটের বাদ্য। বাকি মাত্র ১৯ দিন। ৩০ ডিসেম্বর ফাইনাল লড়াই। রাজনৈতিক দলগুলো মরিয়া নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জনে। বিশেষ করে দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। দীর্ঘ ১০ বছর পর দেশের সব রাজনৈতিক দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে ভোটের যুদ্ধে নেমেছেন ক্রীড়াঙ্গনের প্রায় অর্ধশত মানুষ। যার বেশিরভাগই বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে। দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আরো অনেকে মনোনয়নের দৌড়ে থাকলেও সবার ভাগ্যের শিঁকে ছিড়েনি।

ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নড়াইল-২ থেকে নির্বাচন করছেন। মাশরাফিই দেশের প্রথম ক্রীড়াবিদ যিনি খেলার মাঠ থেকেই নামছেন ভোটের মাঠে। আগে যেসব ক্রীড়াবিদ নির্বাচন করেছেন তাদের সবাই খেলা ছাড়ার পর। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মানিকগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন নারায়ণগঞ্জ-১ আসনে। সাবেক অ্যাথলেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মাহবুব আরা বেগম গিনি বাংলাদেশের আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাইবান্দা-২ আসনে, জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-২ আসনে নির্বাচন করছেন ।

স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সভাপতি কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১, উশু ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ মাদারীপুর-৩, ক্যারম ফেডারেশনের সভাপতি জুনাইদ আহমেদ পলক নাটোর-৩, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি বীর বাহাদুর বান্দরবানে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক ফুটবলার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ভোলা-৩ এবং অলি আহমেদ এলডিপির মনোনয়নে চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচন করছেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাবেক সভাপতি জিএম কাদের জাতীয় পার্টির মনোননয়নে লালমনিরহাট-৩ এবং এই ফেডারেশনের সাবেক সদস্য আমজাদ হোসেন সরকার (বিএনপি) নীলফামারী-৪ আসনে নির্বাচন করছেন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাবেক সভাপতি হাজী মো. সেলিম নৌকা প্রতীকে নির্বাচন করছেন ঢাকা-৭ আসনে ।

বাংলাদেশ অ্যাথলেটিক ফেডারেশনের দুই সাবেক সভাপতি কামাল আহমেদ মজুমদার আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা-১৫ ও আবদুস সালাম বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা-১৩ আসনে নির্বাচন করছেন। কাবাডি ফেডারেশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান মোল্লা (আওয়ামী লীগ) ঢাকা-৫ ও নূর মোহাম্মদ (আওয়ামী লীগ) কিশোরগঞ্জ-২ আসনে নির্বাচন করছেন।

সাবেক ফুটবলার ও কোচ সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন মাদারীপুর-১ আসনে। চট্টগ্রাম আবাহনীর সভাপতি এমএ লতিফ চট্টগ্রাম-১১ এবং মহাসচিব ও বাফুফের সাবেক সদস্য শামসুল হক চৌধুরী চট্টগ্রাম-১২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য। তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে। ক্লাবের অন্যান্য স্থায়ী সদস্যের মধ্যে বরকতউল্লাহ বুলু নোয়াখালী-৩ আসনে, শরীফুল আলম কিশোরগঞ্জ-৬ আসনে, আবদুস সালাম মুর্শেদী (নৌকা) ও আজিজুল বারী হেলাল (ধানের শীষ) খুলনা-৪ আসনে, জয়নুল আবেদীন ফারুক নোয়াখালী-২ আসনে, এমএ সালাম বাগেরহাট-২ আসনে, শফিউল্লাহ মুনীর (লাঙ্গল) টাঙ্গাইল-৫ আসনে, কাজী ফিরোজ রশিদ (লাঙ্গল) ঢাকা-৬ আসনে, রশিদুজ্জামান মিল্লাত জামালপুর-১ আসনে নির্বাচন করছেন।

আবাহনী লিমিটেডের চেয়ারম্যান সালমান এফ রহমান ঢাকা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করছেন। ক্লাবের ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে নির্বাচন করছেন। ক্লাবের পরিচালক শাহরিয়ার আলম রাজশাহী-৬ আসনে, নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ আসনে, আ হ ম মোস্তফা কামাল কুমিল্লা-১০, আসনে সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনে, শেখ হেলাল উদ্দিন বাগেরহাট-১ আসনে, নসরুল হামিদ বিপু ঢাকা-৩ আসনে, আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে নির্বাচন করছেন।-জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে