মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ০৪:২৪:৪৩

বিএনপির সঙ্গে বৈঠক শেষে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

বিএনপির সঙ্গে বৈঠক শেষে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার

নিউজ ডেস্ক: আজ মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তিনি বলেছেন, তারা বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চান।

মিলার বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানাই।

মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূত মিলার ঢাকায় নতুন এসেছেন। তিনি আমাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তিনি (মিলার) বলেছেন, তারা এখানে ভয়ভীতি ত্রাসমুক্ত একটি নির্বাচন দেখতে চান। সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে অবাধ- সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।

ফখরুল বলেন, রাষ্ট্রদূত মনে করেন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া উচিত। কোনো প্রার্থীর উপরে যেন আক্রমণ না হয়। এক কথায় তারা মনে করেন বাংলাদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন হওয়া উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে