শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭, ০৯:১১:২৯

জবাব

জবাব

নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সিদ্ধান্ত গণতান্ত্রিক না হলে দেশের জনগণ তা মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে জিয়ার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন তা প্রত্যাশিত না হলে জনগণ মানবে না। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবিতে রাজপথে আন্দোলনে নামবে দেশের জনগণ।’

ফখরুল বলেন, ‘দেশের রাজনৈতিক সমস্যার সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ-আলোচনা ছাড়া গণতন্ত্র কখনও ফলপ্রসু হবে না। আমরা অনেক আগেই সংলাপ-আলোচনার কথা বলে আসছি। রাষ্ট্রপতিও আমাদের কথাই বলেছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা ইতিবাচক রাজনীতি করি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার কথা খালেদা জিয়াই প্রথম প্রস্তাব করেন। রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছেন। এখন আমরা আশা করছি, রাষ্ট্রপতি নিরপেক্ষ সার্চ কমিটি এবং সকলের গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন।’

ফখরুল আশা প্রকাশ করেন, ‘আবারও নতুনভাবে জিয়াউর রহমানের দেখানো পথে দেশের মানুষকে সঙ্গে  নিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের জনগণের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।’

২০ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে