বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭, ০৯:৫৪:১৯

জবাব

জবাব

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অনৈতিক এবং অবৈধ সরকারের বিরুদ্ধে কেউ উদ্যোগ গ্রহণ করলে বিএনপি তাতে সমর্থন জানাবে।’

বুধবার রাতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক প্রসঙ্গে বিএনপির মহাসচিব এমন মন্তব্য করেন।

বি চৌধুরীর বাসায় বুধবারের সেই বৈঠকে উপস্থিত ছিলেন এইচ এম এরশাদের ভাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পর সভ্য ও গণতান্ত্রিক দেশ হলে সরকার পদত্যাগ করত।’

তিনি বলেন, “দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমান সরকার অবৈধ ও অনৈতিকভাবে এখনও ক্ষমতায় আছে। লিখিত রায়ের বলা হচ্ছে ‘এ দেশে গণতন্ত্র নেই। মানবাধিকার অধিকার নেই, সংসদ অকার্যকর এবং আইনের শাসন নেই। বিচার বিভাগের উপর তারা (সরকার) নিয়ন্ত্রণ করা চেষ্টা করছে।” এর আগে দলের সম্পাদক ও সহ-সম্পাদক নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘রায়ের পর্যবেক্ষণে এটাও বলা হয়েছে যে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ কথায় পরিস্কার হয়ে গেছে যে সরকার ব্যর্থ। তারা গায়ের জোরে ক্ষমতায় আছে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ গণতন্ত্রকামী। এখানে মানুষের আশা আকাঙ্খাকে ধ্বংস করে দিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও টিকে থাকতে পারবে না। জনগণের রায়ে তারা অবশ্যই পরাজিত হবে।’
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে