শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭, ০৭:৪১:২১

তৃণমূলে ফুটবল জাগরনের লক্ষে পলাশে সাবেক ফুটবলাররা

তৃণমূলে ফুটবল জাগরনের লক্ষে পলাশে সাবেক ফুটবলাররা

তারেক পাঠান, পলাশ (নরসিংদী ) প্রতিনিধিঃ ফুটবলকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার লক্ষে নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে এক প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কো-অপারেটিভ আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার ক্রীড়া সংস্থার উদ্দোগে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশ ফুটবলের সোনালী অতিতের সেরা খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ঢাকা একাদশ ৩-২ গোলে পলাশ একাদশকে পরাজিত করেন।  খেলার প্রথমার্ধে ঢাকা একাদশের ইমতিয়াজ আহাম্মেদ নকিব প্রথম গোল করেন। পরে ৪০ মিনিটের মাথায় দ্বিতীয় ও খেলার শেষার্ধে  তৃতীয় গোল করে হ্যাট্রিক করেন নকিব। পলাশ একাদশের পক্ষে গোল দুটি করেন, শরিফ হোসেন ও তাজুল ইসলাম।

প্রীতি ম্যাচে ঢাকা একাদশের হয়ে অংশগ্রহন করেন, সাবেক জাতীয় ফুটবলার ইমতিয়াজ আহাম্মেদ নকিব (অধিনায়ক), জুয়েল রানা, মিজানুর রহমান ডন, আলফাজ উদ্দিন আহাম্মেদ, রজনিকান্ত বর্মন, মোঃ তারেক, জাকির হোসেন শাহিন, শহিদুল হক স্বপন, সাইফুর রহমান মনি, মুরাদ আহাম্মেদ মিলন,  মোঃ শামিম, সেন্টু, প্রদীপ কুমার, সুজন, ডাবলু।

অপরদিকে পলাশ একাদশে উপজেলার বাছাইকৃত সেরা খেলোয়াড়রা অংশগ্রহন করেন। খেলাকে উৎসাহিত করতে হেলিকপ্টারে করে মাঠে নামেন বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও কানন। এদিকে প্রথমবারের মতো পলাশ উপজেলায় একঝাক জাতীয় ফুটবলারদের খেলা দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়া প্রেমি হাজারো উৎসুক দর্শক মাঠে জমায়েত হয়।

খেলা শেষে ঢাকা একাদশকে বিজয়ী ট্রফি তুলে দেন নরসিংদীর ২ পলাশ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কামরুল আশরাফ খান পোটন। এসময় কামরুল আশরাফ খান পোটন বলেন, ফুটবলের প্রান ফিরিয়ে আনতে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ক্রীড়া সংস্থার সভাপতি ও নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, সংস্থার সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার, ঘোড়াশাল পৌর মেয়র শরিফুল হক শরিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে