শনিবার, ২৫ নভেম্বর, ২০১৭, ০৬:৫৬:৪১

পলাশে জাঁকজমকপূর্ণ পরিবেশে নাগরিক সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা

পলাশে জাঁকজমকপূর্ণ পরিবেশে নাগরিক সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭-ই মার্চের ভাষণ জাতিসংঘের ইউনেস্কোর ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়ায় পলাশে নাগরিক সমাবেশ ও আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল নেমেছে।

আজ শনিবার সকালে পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা শহীদ মিনার চত্বরে এক নাগরিক সমাবেশে আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশের সংসদ সদস্য আলহাজ¦ কামরুল আশরাফ খান পোটন।

এসময় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র শরিফুল হক শরিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা মহিলালীগের সভাপতি আফরোজা দিলীপ, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমূখ। পরে নাগরিক সমাবেশ শেষে উপজেলা চত্বর থেকে এক  আনন্দ শোভাযাত্রা র‌্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ শোভাযাত্রায় উপজেলার স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ, সাংস্কৃতিক-ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গ ,বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের জনগণ এ আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে