মঙ্গলবার, ০৭ মার্চ, ২০১৭, ০৭:৫৭:০০

প্রতিউত্তর

প্রতিউত্তর

গলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজে কঠিন লড়াই হবে মনে করেন শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথ। বিনা যুদ্ধে কেউ ম্যাচ জিততে পারবে না বললেন এ স্পিনার।

সংবাদ সম্মেলনে হেরাথ জানিয়েছেন, ‘এই সিরিজে অবশ্যই আমরা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ব। কিন্তু আমি নিশ্চিত ছেলেরা ভালো খেলতে মুখিয়ে আছে এবং তারা বাংলাদেশের বিপক্ষে ভালো করতে পুরোপুরি আত্মবিশ্বাসী।’

উইকেট প্রসঙ্গে হেরাথ মনে করেন স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। আর ব্যাটসম্যানদের পারফরম্যান্স নির্ভর করবে উইকেটের আচরণের উপর। তিনি বলেন, ‘প্রথম দুই বা তিনদিন ব্যাটসম্যানরা উইকেট থেকে দারুণ সহায়তা পাবে। কিন্তু যদি আমাদের বোলাররা ভালো সমর্থন দিতে পারে সেক্ষেত্রে বাড়তি কিছু সুবিধা আদায় করে নেওয়া সম্ভব হবে।’

২০১৩ সালে গলে বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচটির কথা মনে করিয়ে দেন হেরাথ। ওই ম্যাচে তিনিও ছিলেন একাদশে। সামনে থেকে বাংলাদেশের লড়াই দেখা হেরাথ সতর্ক, ‘শেষবার গলে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। এখানে মুশফিক ডাবল সেঞ্চুরি করেছে এবং আশরাফুল ১৯০ রান করেছে। কন্ডিশনের সঙ্গে তারা ভালো মানিয়ে নিয়েছে। তবে এক ম্যাচ পরেই আমরা কলম্বোতে ঘুরে দাঁড়িয়েছিলাম। ওই ম্যাচটি জিতে সিরিজ নিশ্চিত করেছিলাম। এই মুহূর্তে আমার দল অনেক বেশি আত্মবিশ্বাসী।’

অধিনায়ক হিসেবে চ্যালেঞ্জ কতটা জানতে চাইলে হেরাথ বলেছেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে যে চ্যালেঞ্জ ছিল, একই চ্যালেঞ্জ বাংলাদেশের বিপক্ষেও রয়েছে। অধিনায়ক হিসেবে আমার কিছু দায়িত্ব আছে। আমি চেষ্টা করব আমার সেরাটা দিতে।’

বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের প্রশংসা করেছেন স্বাগতিক অধিনায়ক, ‘আমি নিশ্চিত বাংলাদেশের স্পিনাররা প্রস্তুত তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে। বিশেষ করে সাকিব ও তাইজুল। তারা দুইজন অসাধরণ বোলার।’
০৭ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে