সোমবার, ১৩ মার্চ, ২০১৭, ০৭:৫১:৫৩

প্রতিউত্তর

প্রতিউত্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে বিএনপি নেতাদের সাম্প্রতিক সময়ের বক্তব্যের সমালোচনা করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বহু বছরের অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন। তখন থেকে অনেকের গাত্রদাহ শুরু হয়ে গেছে। এই বন্ধুত্ব থাকবে। এই বন্ধুত্বে ফাটল ধরানোর চেষ্টা করে কোনো লাভ নেই। এই বন্ধুত্ব বাংলাদেশ ও ভারতের জনগণের স্বার্থে, ক্ষমতার জন্য নয়।’

রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারত যাননি, যাবেন এপ্রিলে। তার আগেই গোপন চুক্তির গন্ধ নিয়ে ভাঙা রেকর্ড বাজাতে শুরু করেছে বিএনপি। দেখুন আওয়ামী লীগের শক্তির উৎস বাংলাদেশের জনগণ। জনগণই শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে পারে, অন্য কোনো বিদেশি শক্তি নয়।’

তিনি বলেন, ‘ভারত আমাদের দুঃসময়ের বন্ধু, বাংলাদেশের স্বার্থে এই বন্ধুত্ব থাকবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ইতিবাচক গঠনমূলক। কোনো চুক্তি হলে জাতীয় স্বার্থেই হবে। জাতীয় স্বার্থ বিকিয়ে শেখ হাসিনা জীবন থাকতে কোনো দিন কারও সঙ্গে কোনো চুক্তি করবেন না।’
১৩ মার্চ ২০১৭/এমটি নিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে