শুক্রবার, ১৬ জুন, ২০১৭, ০৫:১০:০৭

প্রতিউত্তর

প্রতিউত্তর

চ্যাম্পিয়ান্স ট্রফির ২য় সেমিফাইনালে বাংলাদেশের দেওয়া ২৬৫ রানের টার্গেটে ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে বিশাল জয় তুলে নিয়ে আগামী ১৮ জুন ফাইনালে চীরশত্রু পাকিস্তানের মুখোমুখি ভারত।

ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক এই জয়ের জন্য দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের কৃতিত্ব দিয়ে বলেন, ‘এটি আরেকটি পূর্ণাঙ্গ ম্যাচ ছিলো। আমাদের একটি স্বচ্ছ এবং সমষ্টিগত ম্যাচের দরকার ছিলো। আমরা ৯ উইকেটে জেতার আশা করিনি, কিন্তু এটি হয়েছে আমাদের টপ অর্ডারের ব্যাটিং কোয়ালিটির কারণে।’

শুধু ব্যাটসম্যানদেরই নয়, বোলারদেরও প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক।  বিশেষ করে ডান হাতি অফ ব্রেক বোলার কেদার যাদবের কথা উল্লেখ করে কোহলি বলেন, ‘সে কোনো সারপ্রাইজ প্যাকেজ নয়, বরং তার থেকেও মারাত্মক কিছু , সে জানে কোথায় বল ফেলতে হবে এবং উইকেট কিরূপ অবস্থায় থাকে।’

কোহলি আরও বলেন, ‘এটি ৩০০ রানের কাছাকাছি হতে পারতো। আমি নিজেকে কিছু সময় দিতে চেয়েছিলাম, ১০-১৫ বল।  এর আগের বার আমরা একটি উইকেট হারিয়েছি, সুতরাং আমাকে থিতু হতে হতো, আমি এইসব চ্যালেঞ্জ নিতে পছন্দ করি।  আমি আত্মবিশ্বাসের মধ্যে থেকেই বড় হয়েছি।  আপনি যখন শর্ট বল খেলতে পারবেন তখন বুঝতে পারবেন আপনি ভালো খেলছেন।’

এই ম্যাচটিকে শুধু মাত্র আরেকটি ম্যাচ ধরে খেলেছেন বলেও জানালেন ভারতীয় অধিনায়ক। তার ভাষায়, ‘আমরা শুধুমাত্র একটি ম্যাচ হিসেবে ধরে নিয়েই খেলেছি, আমি জানি এটি বোরিং তবে এটি আমাদের মাইন্ডসেট ছিলো।  আপনার মিডল অর্ডার খুব বেশি ব্যাটিং না করাটা কোনো চিন্তার কারণ হবে না কারণ অনুশীলনে প্রত্যেকেই দুর্দান্ত ব্যাটিং করেছে।’

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে