বুধবার, ২৩ আগস্ট, ২০১৭, ১২:৪৬:১১

প্রতিউত্তর

প্রতিউত্তর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, বিচার বিভাগ ও সর্বোচ্চ আদালতকে হেয় করার পরিণতি শুভ হয় না। রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রকাশ্যেই পারস্পরিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছেন তা আগুন নিয়ে খেলার শামিল।

বিচারবিভাগের বিরুদ্ধে জনগণকে উস্কে দেয়ার অভিযোগ এনে সরকারকে এ ‘আত্মঘাতি পথ’ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে জনগণকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থেকে গণতন্ত্র, আইনের শাসন ও বিচারবিভাগের স্বাধীনতার পক্ষে অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

রায় ও পরবর্তি প্রতিক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের সংযমের প্রশংসা করেছে বিএনপির নেতারা। সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় নিয়ে দলের সর্বশেষ অবস্থান জানাতে গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এটা একটা নজিরবিহীন ঘটনা। দেশের একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রের একটি নিরপেক্ষ স্তম্ভ বিচারবিভাগ সম্পর্কে বা প্রধান বিচারপতি সম্পর্কে যা বলেছেন, এটা দুনিয়ার কোন দেশেই এটা সম্ভব নয়। আমার মনে হয়, উনি যদি সত্যিকার অর্থে নির্বাচিত হতেন তাহলে এইসব মন্তব্য করতেন না। তিনি নির্বাচিত নন বলেই তার পক্ষে এটা বলা সম্ভব হয়েছে।

আরেক প্রশ্নের জবাবে ব্যারিস্টার মওদুদ বলেন, এখন তারা (সরকার) একটু সোজা পথে আসছে। এখন তারা বলছে, রায়টা পুরোপুরি পড়ে মন্তব্য করা উচিত। তাহলে এতদিন তারা যে মন্তব্যগুলো করে এসেছেন, তা তারা রায় না পড়েই করেছেন!
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে