বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৬, ১০:১৭:৫৫

ক্লাসে ছাত্রের চুল কাটলেন শিক্ষক, অপমানে বিষপান

ক্লাসে ছাত্রের চুল কাটলেন শিক্ষক, অপমানে বিষপান

বাগেরহাট : ক্লাসে এক স্কুলছাত্রের চুল কেটে দেয়ায় অপমানে আত্মহত্যা করেছে।  বাগেরহাটের শরণখোলায় শিক্ষক মিহির কান্তি দাশের এমন কাণ্ডে ক্ষোভ ও অপমানে ছাত্র মো. শামিম হোসেন (১৫) বিষপান করেছে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে উপজেলার ড. মাছুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব রাজাপুর গ্রামের মো. খলিলুর রহমান হাওলাদারের ছেলে শামিম ড. মাছুম বিল্লাহ ডিএন কারিগরি কলেজের ভোকেশনাল শাখার ১০ শ্রেণীর ছাত্র।

শামিমের মাথার চুল বড় হওয়ায় ক্লাসশিক্ষক মিহির কান্তি দাশ বুধবার দুপুরে ওই ছাত্রকে কটূক্তিসহ ক্লাসের অন্য ছাত্রছাত্রীদের সামনে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দিয়ে ক্লাস থেকে বের করে দেন।

শামিমের বড় বোন নাজমা বেগম জানান, শামিম বাড়ি ফিরে ক্ষোভ ও অপমানে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।  পরে পরিবারের সদস্যরা বুধবার সন্ধ্যায় গুরুতর অবস্থায় শামিমকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।   

এ ব্যাপারে শিক্ষক মিহির কান্তি দাশ ঘটনার সত্যতা স্বীকার করে কলেজ অধ্যক্ষ মাহমুদুল হাসানের নির্দেশে এ কাজ করেছেন বলে গণমাধ্যমকে জানান।

অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলিল ঘটনাটি কলেজ অধ্যক্ষের কাছ থেকে শুনেছেন বলে জানান।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
৮ সেপ্টেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে