সোমবার, ২৯ মে, ২০১৭, ০৯:৩৩:১৮

বিয়ের ১ দিন পর সন্তানের বাবা, শেষ পর্যন্ত ৫ম শ্রেণির সেই হাসিব গ্রেফতার

বিয়ের ১ দিন পর সন্তানের বাবা, শেষ পর্যন্ত ৫ম শ্রেণির সেই হাসিব গ্রেফতার

বাগেরহাট থেকে : সম্ভ্রমহানী মামলা দায়েরের পর শেষ পর্যন্ত গ্রেফতার হলো কথিত স্বামী গুলিশাখালী সিনিয়র মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র হাসিব মাল। ৯ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর সাথে ৫ম শ্রেণির ছাত্রের (১২) বিয়ে সম্পন্নের একদিন পরই সন্তান প্রসব করেন ওই তরুণী। এ ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ওই ঘটনায় গতকাল রোববার হাসিবের কথিত স্ত্রী সোনিয়া আক্তারের পিতা আসলাম মাল বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দায়েরর একদিনের মাথায় আজ সোমবার দুপুরে একমাত্র আসামি ওই কিশোর বরকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে নিশানবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চু গত বৃহস্পতিবার রাতে কাজী ডেকে সোনিয়া ও হাসিবের বিয়ে পড়ান। এর একদিন পরই শুক্রবার রাতে একটি কন্যা-সন্তান প্রসব করে সোনিয়া।

এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে নড়েচড়ে বসেন প্রশাসনিক কর্মকর্তারা। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও জেলা পুলিশ সুপার পঙ্কজ কুমার রায় বিষয়টি তদন্তের নির্দেশ দেন মোরেলগঞ্জ ইউএনও ও ওসিকে। শনিবার বিকালে তারা ঘটনার তদন্ত করে মামলা দায়েরের পরামর্শ দেন মেয়েপক্ষকে।

থানায় মামলা দায়ের হওয়ায় সন্তোষ প্রকাশ করেন হাসিবের পিতা হালিম মাল। তিনি গতকাল বলেন, আমার ছেলেকে আইনের আশ্রয়ে দোষী সাব্যস্ত করতে পারলে সবকিছু মেনে নেব। এদিকে থানায় মামলা দায়ের হচ্ছে এমন খবর শুনে রোববার বেলা ১১টা থেকে নিখোঁজ ছিলেন হাসিব।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, হাসিবকে আজ গ্রেপ্তার করা হয়েছে। আপাতত তাকে কিশোর অপরাধী হিসেবে কোর্টে চালান করা হয়েছে।
২৯ মে, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে